× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আফগানিস্তানে তীব্র তুষার ও বৃষ্টিপাতে নিহত ৬০

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ মার্চ ২০২৪ ১৬:৩৯ পিএম

আপডেট : ১৪ মার্চ ২০২৪ ১৭:৪৬ পিএম

আফগানিস্তানের দুর্যোগ মোকাবিলার সক্ষমতা অত্যন্ত কম। ছবি  : সংগৃহীত

আফগানিস্তানের দুর্যোগ মোকাবিলার সক্ষমতা অত্যন্ত কম। ছবি : সংগৃহীত

আফগানিস্তানে গত তিন সপ্তাহে প্রবল বৃষ্টি ও তুষারে অন্তত ৬০ জন নিহত হয়েছে। দেশটির দুর্যোগ মন্ত্রণালয় বুধবার (১৩ মার্চ) এ কথা জানিয়েছে।

মন্ত্রণালয়টির মুখপাত্র জানান সায়েক এক ভিডিও বার্তায় বলেন, ‘২০ ফেব্রুয়ারি থেকে অস্বাভাবিক বরফ ও বৃষ্টির কারণে ৬০ জন মারা গেছে। আহত হয়েছে আরও ২৩ জন । প্রায় ১ হাজার ৬৪৫টি বাড়িঘর আংশিক বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া প্রায় ১ লাখ ৭৮ হাজার গবাদিপশু মারা গেছে।’

যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারের পতন ও তালেবানের ক্ষমতায় ফিরে আসার পর দরিদ্র এ দেশটিতে বিদেশি সাহায্য একেবারে কমে গেছে। ফলে দেশটির দুর্যোগ মোকাবিলার সক্ষমতাও হ্রাস পেয়েছে।

এদিকে গত অক্টোবরের ভয়াবহ ভূমিকম্পে লণ্ডভণ্ড পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে নতুন করে বিপর্যয় দেখা দিয়েছে। সোমবার (১১ মার্চ) সন্ধ্যা থেকে সেখানে প্রবল বৃষ্টির কারণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আব্দুল জাহের নূরজাই সাংবাদিকদের বলেন, ‘হেরাত শহরের প্রাদেশিক রাজধানীতে মঙ্গলবার বাড়ির ছাদ ধসে পড়ে একই পরিবারের পাঁচ সদস্য প্রাণ হারিয়েছে। এখন পর্যন্ত জানা তথ্যমতে ২৫০টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। কৃষিজমির বিশাল অংশ প্লাবিত হয়ে গেছে।’

তিনি আরও জানান, বৃহস্পতিবার (১৪ মার্চ) থেকে ত্রাণ আসা শুরু হবে। 

সূত্র : দ্য টাইমস অব ইন্ডিয়া 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা