× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ বাড়ালো জান্তা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০১ আগস্ট ২০২২ ১৬:৫০ পিএম

মিন অং হ্লাইং

মিন অং হ্লাইং

মিয়ানমারের রাষ্ট্রীয় জরুরি অবস্থার মেয়াদ আরো ছয় মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে জান্তা সরকার। গত মাসে ক্ষমতাসীন স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল (এসএসি) দেশটির গণতন্ত্রপন্থি চার অধিকার কর্মীকে মৃত্যুদণ্ড দেওয়ার পর জরুরি অবস্থা বাড়ানোর ঘোষণাটি আসে। খবর আলজাজিরার।

আজ সোমবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, জাতীয় প্রতিরক্ষা এবং নিরাপত্তা সংস্থার সর্বসম্মতিক্রমে সমর্থনের পর মিন অং হ্লাইং এ জরুরি অবস্থার মেয়াদ বাড়াবেন।

এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে গত বছরের ফেব্রুয়ারিতে দেশটির ক্ষমতা দখল করে সেনা প্রধান মিন অং হ্লাইং। নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগে মিয়ানমারে নির্বাচিত সরকার অং সান সু চি কে ক্ষমতাচ্যুত করেন তিনি। এরপর ক্ষমতাসীন এসএসি প্রথমবারের মতো দেশজুড়ে জরুরি অবস্থা জারি করে। যা আবারো বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়।

এ সেনা অভ্যুত্থানের পর থেকে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটে। দেশের পরিস্থিতি স্থিতিশীল হতে আরো সময় প্রয়োজন বলে জানায় জান্তা। যার জন্য জরুরি অবস্থা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

অ্যাক্টিভিস্ট গ্রুপ জাস্টিস ফর মায়ানমারের মুখপাত্র ইয়াদানার মং বলেছেন, এভাবে জরুরি অবস্থা বর্ধিতকরণের আইনগত কোনো ভিত্তি নেই।

অন্যদিকে ব্যাংককের একটি স্বাধীন নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস গত বছর তাদের প্রকাশিত একটি প্রতিবেদনে জানায়, মিয়ানমারে নির্বাচনে জালিয়াতির কোনো প্রমাণ খুঁজে পায়নি তারা। বরং ২০২০ সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনটি ছিল ‘জনগণের ইচ্ছার প্রতিফলন’।

এসব তর্কের মধ্যে মিন অং হ্লাইং আগামী বছরের আগস্টে নতুন নির্বাচন করার প্রতিশ্রুতি দেন। যদিও এ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সমালোচকরা।

প্রবা/এনএস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা