× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মস্কোর কনসার্টে হামলায় সন্দেহভাজন চারজনকে আদালতে হাজির

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ মার্চ ২০২৪ ১৬:২৫ পিএম

শুক্রবারের হামলায় একজন সন্দেহভাজন সাইদাকরামি মুরোদালি রাচাবালিজোদা। রবিবার মস্কোর একটি আদালত কক্ষে। ছবি : সংগৃহীত

শুক্রবারের হামলায় একজন সন্দেহভাজন সাইদাকরামি মুরোদালি রাচাবালিজোদা। রবিবার মস্কোর একটি আদালত কক্ষে। ছবি : সংগৃহীত

মস্কোর ক্রোকাস সিটি কনসার্ট হলে সন্ত্রাসী হামলায় অভিযুক্ত চার সন্দেহভাজনকে শহরটির একটি আদালতে হাজির করা হয়েছে। রবিবার (২৪ মার্চ) শুনানিতে তাদের দুইমাসের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। 

এ দিন অভিযুক্ত এ চার ব্যক্তিকে তাজিকিস্তানের নাগরিক বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে মস্কো। 

আদালত একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে দেখা গেছে, পুলিশ কর্মকর্তারা একজন সন্দেহভাজনকে হাতকড়া পরিয়ে আদালত কক্ষে নিয়ে আসছেন। একজনকে চোখ বেঁধে আনা হচ্ছিল। তার চোখের বাঁধন খুলে ফেলা হলে একটি কালো চোখ দৃশ্যমান হয়। আরেকজনকে আদালতের কক্ষে হুইলচেয়ারে নিয়ে আসতে দেখা যায়। 

সন্দেহভাজনরা হল সাইদাকরামি মুরোদালি রাচাবালিজোদা, দালের্দজন বারোতোভিচ মিরজোয়েভ, শামসিদিন ফরিদুনি এবং মুহাম্মদসোবীর ফয়জভ। তারা চারজনই দোষ স্বীকার করেছে। 

রাশিয়া এ সন্ত্রাসী হামলার দায় ইউক্রেনের ওপর চাপানোর চেষ্টা করছে। কিন্তু কিয়েভ এ অভিযোগ নাকচ করে দিয়েছে।

এদিকে রবিবার সকালের দিকে ইসলামিক স্টেট (আইএস) হামলার একটি নতুন ভিডিও প্রকাশ করে। সেখানে নিজেদেরকে এ সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী বলে দাবি করা হয়েছে।

আইএসের প্রকাশিত ভিডিওটিতে দেখা গেছে, কনসার্ট হলের লবিতে ভুক্তভোগীদের ওপর হামলা চালানোর সময় বন্দুকধারীরা নিজেদের ভিডিও করছে। পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তারা গুলি চালিয়ে অনেক মানুষকে হত্যা করছে। এক পর্যায়ে এক বন্দুকধারী আরেক বন্দুকধারীকে বলছেন, ‘এদেরকে হত্যা কর। কোনো ধরনের ক্ষমা প্রদর্শন করবে না।’   


হামলার পরের দিন শনিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চার অস্ত্রধারীসহ মোট ১১ জনকে আটকের ঘোষণা দেন। 

রবিবার রাশিয়ায় দুই দশকের মধ্যে দেশের মাটিতে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় দেশব্যাপি শোক দিবস পালিত হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে রাশিয়ার কর্তৃপক্ষ আশঙ্কা করছে। 

রুশ সংবাদমাধ্যম আরটি সম্পাদক মার্গারিটা সিমোনিয়ান শনিবার রাতে জানিয়েছে, মস্কোতে শুক্রবার রাতের সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৩৭ এ দাঁড়িয়েছে। আহত ১২১ জনের মধ্যে ১০৭ জন এখনও হাসপাতালে। 

২০০৪ সালে রাশিয়ার বেসলান স্কুল অবরোধে ৩৩০ জনের বেশি মানুষ নিহত হয়। যার অর্ধেকই ছিল শিশু। এ ঘটনার পর কনসার্ট হলের এ হামলাটি রাশিয়ার সবচেয়ে ভয়াবহ হামলা।

সূত্র : দ্য গার্ডিয়ান


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা