× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরানে নিরাপত্তা বাহিনীর ওপর সন্ত্রাসী হামলা, নিহত ২৭

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪ ১২:৫০ পিএম

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪ ১৪:৫০ পিএম

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী কমান্ডার ইন চিফ মেজর জেনারেল হোসেইন সালামি আইআরজিসির স্থল মহড়ায় সামরিক সরঞ্জাম পরিদর্শন করছেন। ছবি : সংগৃহীত

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী কমান্ডার ইন চিফ মেজর জেনারেল হোসেইন সালামি আইআরজিসির স্থল মহড়ায় সামরিক সরঞ্জাম পরিদর্শন করছেন। ছবি : সংগৃহীত

ইরানে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ওপর দুটি সন্ত্রাসী হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ নিরাপত্তা কর্মকর্তা। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হামলার ঘটনায় চাবাহার ও রাস্ক শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জইশ আল-আদল গ্রুপের রাতভর সংঘর্ষ চলে। সন্ত্রাসী হামলায় ইরানি নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য নিহত হন। অপরদিকে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে রেভল্যুশনারি গার্ডের সদর দপ্তরে হামলায় আরও ১৬ জন নিহত হন।

উপ-স্বরাষ্ট্রমন্ত্রী মাজিদ মিরাহমাদি বলেন, ‘সন্ত্রাসীরা চাবাহার ও রাস্কে গার্ডের সদর দপ্তর দখলের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।’

এদিকে, ইরানে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত মুদাসসির ইরানে দুটি জঘন্য সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ও নিজেদের স্বার্থ রক্ষায় আমরা আমাদের ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী ইরানের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করছি। সন্ত্রাসবাদ দমন করতে হবে।’

আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী এই এলাকাটি দীর্ঘদিন ধরে ইরানি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসী ও মাদক পাচারকারীদের ঘন ঘন সংঘর্ষের স্থান হয়ে উঠেছে। আফগানিস্তান থেকে পশ্চিম ও অন্যত্র মাদকের চোরাচালানের জন্য ইরান একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট।

গত ডিসেম্বরে সন্ত্রাসী গোষ্ঠীটি রাস্ক শহরের একটি পুলিশ স্টেশনে হামলা চালায়। এতে নিরাপত্তা বাহিনীর ১১ সদস্যকে নিহত হন।

সূত্র : জিওনিউজ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা