× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোলায় শুরু অনলাইন নারী উদ্যোক্তা মেলা

ভোলা প্রতিবেদক

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৩ ১৪:৩৬ পিএম

আপডেট : ২১ জানুয়ারি ২০২৩ ১৭:৪৯ পিএম

মেলা উদ্বোধন করছেন ভোলার পুলিশ সুপার। প্রবা ফটো

মেলা উদ্বোধন করছেন ভোলার পুলিশ সুপার। প্রবা ফটো

ভোলায় বিভিন্ন পণ্য নিয়ে শুরু হয়েছে অনলাইন নারী উদ্যোক্তা মেলা। শনিবার (২০ জানুয়ারি) সকালে শহরের চিলি চাইনিস রেস্টুরেন্টে এ মেলার আয়োজন করে ভোলা উইমেন্স ই-কমাস প্লাটফর্ম নামের একটি উদ্যোক্তা সংগঠন। মেলাটি উদ্বোধন করেন ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।  

মেলায় থ্রিপিস, ফ্যাশন, ফাস্টফুড, রকমারি ডিজাজাইনের জুয়েলারি, কসমেটিকস ও কেকসহ বিভিন্ন পণ্যের ১৬টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। মেলার প্রথম দিনে ছিল ক্রেতা দর্শনার্থীদের উপচেপড়া ড়িড়।

মেলার দর্শনার্থীরা জানান, মেলায় আসতে পেরে তাদের অনেক ভালো লাগছে। এখান থেকে তারা উদ্যোক্তা হয়ে উঠার স্বপ্ন দেখছি। 

চাঁদেরহাট বস্ত্র মেলার উদ্যোক্তা মুজিয়া রহমান পূর্ন বলেন, ‘ভোলার নারীরা এখন আর পিছিয়ে নেই। তারা অনলাইন ব্যবসা এগিয়েছে। অনলাইন ব্যবসায় ঝুঁকেছে নারীরা। এতে একদিকে যেমন তারা আত্মনির্ভরশীল হচ্ছেন অন্যদিকে সাবলম্বী হচ্ছেন। পরিবারের কাজে ফাঁকে তারা নিজেদের মেধা দিয়ে ব্যবসাকে এগিয়ে নিচ্ছেন।’

আরেক উদ্যোক্তা সুলতানা তাজিন বলেন, ‘আমি ৫ হাজার টাকা দিয়ে প্রথম জুয়েলারি ব্যবসা শুরু করেছিলাম। ২ বছরে এখন আমার পুঁজি ৩ লাখ টাকার ওপরে। আমাকে দেখে এখন অন্যরাও ঝুঁকছেন এ ব্যবসায়।’

অনলাইন উইমেন্স ই-কমার্স প্লাটফমের সভাপতি এসবি বিথি বলেন, ‘আমাদের ভোলার নারীরা অনলাইন ব্যবসায় ঝুঁকছেন। নারী উদ্যোক্তা সংখ্যা দিন দিন বাড়ছে। বর্তমানে দুই শতাধিক নারী এ ব্যবসার সাথে সম্পৃক্ত রয়েছেন। যাদের বেশিরভাগ নিজ নিজ অবস্থানে প্রতিষ্ঠিত।’

অনুষ্ঠানের প্রধান অতিথি ভোলার পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, ‘নারীদের এমন উদ্যোগ সত্যিই অনেক প্রশংসনীয়। পাশাপাশি তাদের পেইজের নিরাপত্তার প্রয়োজনীয়তা রয়েছে। তারা যাতে কোন রকম প্রতারিত না হয়, সে জন্য পুলিশ তাদের সার্বিক সহযোগিতা করবে পুলিশ প্রশাসন।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবদুর রব স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাফিয়া খাতুন, বাংলাদেশ আবৃত্তি সংসদের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক সামস উল আলম মিঠু, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকিরসহ অনেকেই। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা