× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশে বাজাজ রানার এলপিজি-সিএনজিচালিত থ্রিহুইলার উৎপাদন শুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ২০:২৭ পিএম

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৩৫ পিএম

 ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দেশে প্রথমবারের মতো এলপিজি ও সিএনজিচালিত থ্রি-হুইলার উৎপাদন শুরু করেছে রানার অটোমোবাইলস পিএলসি। এর মাধ্যমে পথচলা শুরু হয়েছে বাংলাদেশে প্রথম কোনো আন্তর্জাতিক থ্রি-হুইলার ব্র্যান্ডের উৎপাদন কারখানা। 

শনিবার (১১ ফেব্রুয়ারি) ময়মনসিংহের ভালুকায় রানার অটোমোবাইলস পিএলসি ম্যানুফ্যাকচারিং কারখানার উদ্বোধন উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। 

অনুষ্ঠানে রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান জানান, ভালুকার কারখানাটি প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে ১০ একর জমিতে গড়ে তোলা হয়েছে। সেখানে প্রতিবছর প্রায় ৩০ হাজার গাড়ি উৎপাদন করা যাবে। বাজাজ অটোর প্রযুক্তিগত সহযোগিতায় ইঞ্জিনের কিছু উপাদান ছাড়াও ওয়েল্ডিং, চ্যাসিস, বডি ও কোয়ালিটি কন্ট্রোলসহ অধিকাংশ যন্ত্রাংশ স্থানীয়ভাবে তৈরি হবে। ফলে ৩০০ মানুষের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। 

প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের পর সরকার এখন স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করছে। আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আছি। আমাদের উৎপাদনশীলতা বাড়াতে শিল্পে আধুনিক প্রযুক্তির প্রয়োগ ঘটাতে হবে। সরকার রপ্তানিমুখী শিল্প নীতি ও অটোমোবাইলস শিল্পের প্রসারেও সব ধরনের সহায়তা প্রদান করবে।’

অনুষ্ঠানে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিম বলেন, ‘রপ্তারিতর জন্য আমাদের নীতি সহায়তা বাড়াতে হবে। আমাদের মেড ইন বাংলাদেশে যেতে হবে। এইচএসবি বলছে, বাংলাদেশ আগামীতে হবে বিশ্বের নবম বৃহৎ মার্কেট। তাই বিষয়গুলো নিয়ে ব্যাকওয়ার্ড লিংকেজগুলো কাজে লাগাতে হবে।’ 

বাংলাদেশের জন্য এটি একটি বড় আনন্দের দিন। এ স্বপ্নযাত্রাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সরকারের শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালযয়ের সড়ক ও জনপথ অধিদপ্তর,ব্যাংকসহ সকল কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভাগকে ধন্যবাদ জানান রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান। তিনি বলেন, ‘থ্রি হুইলার সাধারণ মানুষের বাহন। রানারের সঙ্গে উত্তরা মোটরের চুক্তির মাধ্যমে আমরা এক সঙ্গে কাজ করছি। ২ লাখ ৮০ হাজার সরু রাস্তায় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য থ্রি হুইলার ব্যবহার হচ্ছে। চাহিদা মতো থ্রি হুইলার পাচ্ছে। প্রতি বছর বছর ৪ হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। পথের শৃঙ্খলা আনতে প্রয়োজন রেজিস্ট্রেশন করা বাহন। বাংলাদেশ থেকে অটোমোবাইল এক্সপোর্ট করার সম্ভাবনা অনেক। সে আশা নিয়ে আমরা মেড ইন বাংলাদেশ বিশ্বে ছড়িয়ে দিতে পারব।’

অনুষ্ঠানে রানার অটোমোবাইলস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সুবীর চৌধুরী বলেন, ‘রানার অটোমোবাইলস পিএলসি দেশের মোটরসাইকেল শিল্পে প্রথম উৎপাদনকারী ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় আমরা থ্রি-হুইলার শিল্পে পা রাখলাম। আশা করছি, মোটরসাইকেলের মতো এই শিল্পেও আমরা সাফল্য অর্জন করব।’

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, কাজিম উদ্দিন আহমেদ ধনু, বিডার চেয়ারম্যান ও সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, বাজাজ অটোর চেয়ারম্যান কে এস গৃহপতি, নিটল গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ, রানারের ব্যবস্থাপনা পরিচালক সুবীর চৌধুরী প্রমুখ। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা