প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩ ১৯:০১ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৩ ১৯:১৮ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশের পুঁজিবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ
অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির
৩ ক্যাটাগরিতে ৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ আগস্ট রাত ১২টা
পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারেবেন।
১. পদের নাম: সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বা
ব্যবসায় প্রশাসন বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি। কম্পিউটারে
দক্ষতা থাকতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।
গ্রেড: ১৩তম।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।
২. পদের নাম: গাড়িচালক।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পাস। হালকা
বা ভারী বৈধ লাইসেন্সপ্রাপ্ত এবং মোটরগাড়ি চালনায় অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।
গ্রেড: ১৬তম।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা ।
৩. পদের নাম: অফিস সহায়ক।
পদসংখ্যা: ৫
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পাস।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।
গ্রেড: ২০তম।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা ।
যেসব জেলার প্রার্থীর আবেদনের প্রয়োজন নেই: ১ নম্বর পদে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
২ নম্বর পদে নোয়াখালী, লক্ষ্মীপুর, গাইবান্ধা, মানিকগঞ্জ, শরীয়তপুর,
চাঁদপুর, গাজীপুর, যশোর, ঠাকুরগাঁও ও বরিশাল জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই।
৩ নম্বর পদে পাবনা, কুড়িগ্রাম, মুন্সিগঞ্জ, ঝালকাঠি, কিশোরগঞ্জ,
বরিশাল, শরীয়তপুর, কুমিল্লা, গাইবান্ধা, টাঙ্গাইল, যশোর, জামালপুর, কক্সবাজার, সিলেট,
নরসিংদী, নোয়াখালী, নেত্রকোনা, দিনাজপুর, নওগাঁ, ব্রাহ্মণবাড়িয়া, সাতক্ষীরা, শেরপুর,
সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, ঝিনাইদহ, খুলনা ও ফরিদপুর জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন
নেই। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব পদে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা: ২০২৩ সালের ২০ আগস্ট সাধারণ প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে
৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে
বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই লিংকে আবেদন করতে পারবেন।
নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে নীচে দেওয়া বিজ্ঞপ্তি দেখুন।
আবেদন ফি: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুকূলে
১ নম্বর পদের জন্য ৩০০ টাকা এবং ২ ও ৩ নম্বর পদের জন্য ১৫০ টাকা আবেদন ফি বিকাশ/নগদ-এর
মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা: ৬ থেকে ২০ আগস্ট ২০২৩।