প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ১৭:৪৯ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৩ ২১:২৮ পিএম
ছবি: সংগৃহীত
বিশাল বেতনে বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইনটিন। সংস্থাটি বাংলাদেশে ‘রিজিওনাল ডিরেক্টর ফর বাংলাদেশ
অ্যান্ড সাউথ এশিয়া’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী
প্রার্থীরা আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: রিজিওনাল ডিরেক্টর ফর বাংলাদেশ অ্যান্ড সাউথ
এশিয়া।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক বা
সমমান ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া অঞ্চলে মানবাধিকার, বিশেষ করে ফ্রিডম অব এক্সপ্রেশন ও ইনফরমেশনে ভালো জানাশোনা থাকতে হবে। এ অঞ্চলের ঐতিহাসিক প্রেক্ষাপট, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন বিষয়ে বিস্তর জানাশোনা থাকতে হবে। আন্তর্জাতিক মানবাধিকার আইন জানতে হবে। ফ্রিডম অব এক্সপ্রেশন ও ইনফরমেশনে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অ্যানালিটিক্যাল দক্ষতা, ফিন্যান্সিয়াল ও রিস্ক ম্যানেজমেন্টে অভিজ্ঞ হতে হবে। কৌশলগত পরিকল্পনা, প্রজেক্ট ডেভেলপমেন্ট ও ব্যবস্থাপনায় দক্ষ হতে হবে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অ্যাডভোকেসির অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। দেশ–বিদেশে ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক।
কর্মস্থল: ঢাকা।
কর্মঘণ্টা: সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা।
বেতন: মাসিক ৪,৬৭,৮১৭ থেকে ৪,৮৬,৬৬৬ টাকা, বছরে ৫৬,১৩,৮০৮
থেকে ৫৮,৪০,৬০৬ টাকা।
আবেদন
প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১০ সেপ্টেম্বর ২০২৩।