× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩ ১৮:৩৪ পিএম

আপডেট : ২৭ আগস্ট ২০২৩ ১৮:৩৬ পিএম

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রাজস্ব খাতে একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্বনামধন্য এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ৯ ক্যাটাগরির পদে স্থায়ীভাবে ৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করে আগামী ৭ সেপ্টেম্বর বিকাল ৪টার মধ্যে সরাসরি অথবা ডাকযোগে রেজিস্ট্রার বরাবর আবেদনপত্র পাঠাতে হবে।

১. পদের নাম: পিএস টু ভিসি।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। প্রার্থীকে যেকোনো সরকারি, আধা সরকারি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিভাগে সেকশন অফিসার (গ্রেড-৯) হিসেবে পাঁচ বছরের চাকরির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মাইক্রোসফট অফিসে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৪০ বছর।

গ্রেড: ৭তম।

বেতন স্কেল: ২৯,০০০-৬৩,৪১০ টাকা।

২. পদের নাম: জনসংযোগ কর্মকর্তা।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা/সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। যেকোনো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত অথবা স্বনামধন্য প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিভাগে তথ্য কর্মকর্তা/সমমান (গ্রেড-৯) হিসেবে পাঁচ বছরের চাকরির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মাইক্রোসফট অফিসে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৪০ বছর।

গ্রেড: ৭তম।

বেতন স্কেল: ২৯,০০০-৬৩,৪১০ টাকা।

৩. পদের নাম: এস্টেট অফিসার।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোন বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। মাইক্রোসফট অফিসে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৩০ বছর।

গ্রেড: ৯ম।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

৪. পদের নাম: অডিট অফিসার।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। মাইক্রোসফট অফিসে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৩০ বছর।

গ্রেড: ৯ম।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

৫. পদের নাম: সহকারী প্রকৌশলী (সিভিল)।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। মাইক্রোসফট অফিসে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৩০ বছর।

গ্রেড: ৯ম।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

৬. পদের নাম: সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। মাইক্রোসফট অফিসে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৩০ বছর।

গ্রেড: ৯ম।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

৭. পদের নাম: পিএ টু ভিসি।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। মাইক্রোসফট অফিসে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৩০ বছর।

গ্রেড: ১০ম।

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

৮. পদের নাম: পিএ টু ট্রেজারার।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর/স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। মাইক্রোসফট অফিসে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৩০ বছর।

গ্রেড: ১০ম।

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

৯. পদের নাম: পিএ টু রেজিস্ট্রার।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৩০ বছর।

গ্রেড: ১১তম।

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আবেদন ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অথবা ছুটির দিন ব্যতীত অফিস চলাকালে (সকাল ৯টা থেকে বিকাল ৪টা) রেজিস্ট্রার দপ্তর থেকে সংগ্রহ করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রসহ ৮ সেট আবেদনপত্র সরাসরি বা ডাকযোগে জমা দিতে হবে। সব পরীক্ষার সনদ ও নম্বরপত্র, অভিজ্ঞতা ও প্রশিক্ষণ (যদি থাকে বা প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্র, অন্য সব মূল/সাময়িক সনদপত্রের সত্যায়িত অনুলিপি (প্রথম শ্রেণির কর্মকর্তার নামসহ সিলযুক্ত) আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। পাসপোর্ট সাইজের ৪ কপি রঙিন সত্যায়িত ছবি (প্রথম শ্রেণির কর্মকর্তার নামসহ সিলযুক্ত) মূল আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। আবেদনপত্রের সঙ্গে নিজ ঠিকানাসংবলিত ১০ টাকার ডাকটিকিটসমেত ফেরত খাম অবশ্যই সংযুক্ত করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এই লিংকে ক্লিক করুন।

আবেদন ফি: জনতা ব্যাংক লিমিটেডের যেকোনো শাখা থেকে ১ থেকে ৮ নম্বর পদের জন্য ৮০০ টাকা এবং ৯ নম্বর পদের জন্য ৫০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। ব্যাংক ড্রাফট/পে-অর্ডার রেজিস্ট্রার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বরাবর, জনতা ব্যাংক লিমিটেড, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা, কোটবাড়ী, কুমিল্লার  অনুকূলে হতে হবে। আবেদনপত্রে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার নম্বর, টাকার পরিমাণ ও তারিখ উল্লেখ করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কোটবাড়ী, কুমিল্লা।

আবেদনের শেষ সময়: ৭ সেপ্টেম্বর ২০২৩।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা