× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্নাতক পাসেই ব্র্যাক ব্যাংকে ম্যানেজার পদে চাকরি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ মার্চ ২০২৪ ১৪:০৪ পিএম

আপডেট : ২৫ মার্চ ২০২৪ ১৪:৪৫ পিএম

বেসরকারি ব্র্যাক ব্যাংক শূন্য পদের জন্য লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ছবি- সংগৃহীত

বেসরকারি ব্র্যাক ব্যাংক শূন্য পদের জন্য লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ছবি- সংগৃহীত

বেসরকারি ব্র্যাক ব্যাংক শূন্য পদের জন্য লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।


পদের নাম : ম্যানেজার/সিনিয়র ম্যানেজার (অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট)

পদসংখ্যা : নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন, অর্থনীতি বা ব্যাংক ম্যানেজমেন্টে চার বছরের স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। মাইক্রোসফট অফিস এবং অর্থনীতি বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে। ট্রেজারি বা ফিন্যান্স অথবা ঝুঁকি ব্যবস্থাপনা কিংবা গবেষণায় ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

জব রেসপনসিবিলিটি :

  • ব্যাংকের ব্যালেন্স শিট নিয়মিত বিশ্লেষণ পরিচালনা করতে হবে, সম্পদ এবং দায়বদ্ধতার গঠন মূল্যায়ন করতে হবে।
  • ব্যালেন্স শিটের কম পারফর্মিং এর ক্ষেত্র চিহ্নিত করতে হবে এবং ম্যানেজমেন্ট (ALCO) এর জন্য সুপারিশ সেট করতে হবে।
  • ব্যবসা সম্প্রসারণের জন্য বাজারের গতিশীলতা যেমন প্রতিযোগিতা, সম্ভাব্য বাজার ইত্যাদি বুঝতে হবে।
  • বাজার এবং অর্থনীতি সম্পর্কিত পূর্বাভাস প্রদান করতে হবে। ক্রমবর্ধমান মৌলিক এবং সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য করতে ব্যালেন্স শিটের গতিবিধি আপডেট করতে হবে।
  • বিশ্বব্যাপী এবং স্থানীয় পর্যায়ে প্রাথমিক সতর্কতা সংকেতগুলো সক্রিয়ভাবে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করতে হবে।
  • ব্যাংকে কৌশলগতভাবে ভালো অবস্থানে নিয়ে যেতে ক্রস-ফাংশনাল টিমকে পরিচালনা করতে হবে৷
  • ব্যাংকের ক্রেডিট রেটিং, CAMELS এবং অন্যান্য ALM KPI উন্নত করতে পদক্ষেপ নিতে হবে।
  • নিয়ন্ত্রক প্রয়োজনীয়তা এবং অভ্যন্তরীণ নীতিগুলোর সঙ্গে তার সারিবদ্ধতা নিশ্চিত করে, ব্যাংকের তারল্য অবস্থান বিশ্লেষণ এবং পরিচালনা করতে হবে।
  • তারল্য চাপের পরিস্থিতির জন্য আকস্মিক পরিকল্পনা তৈরি করতে হবে।
  • ব্যাংকের পোর্টফোলিও (ব্যাংকিং বই এবং ট্রেডিং বই উভয়েই) জুড়ে সুদের হার ঝুঁকির এক্সপোজার নিরীক্ষণ এবং মূল্যায়ন করতে হবে।
  • সুদের হারের ঝুঁকি কমাতে এবং সম্পদ ও দায়বদ্ধতার মধ্যে কাঙ্ক্ষিত ভারসাম্য অর্জনের জন্য কৌশলগুলো বিকাশ ও বাস্তবায়নে সহায়তা করতে হবে।
  • পরিচালনার সময়কাল, VaR, স্ট্রেস টেস্টিং বিশ্লেষণ করতে হবে।
  • ব্যাংকের FX ঝুঁকি এবং ইক্যুইটি মূল্য ঝুঁকি পরিমাপ ও পরিচালনা করতে হবে।
  • ঊর্ধ্বতন ব্যবস্থাপনা এবং প্রাসঙ্গিক কমিটির কাছে ব্যাংকের ALM অবস্থানের ওপর নিয়মিত প্রতিবেদন প্রস্তুত ও উপস্থাপন করতে হবে।
  • মূল মেট্রিক্স, প্রবণতা এবং উদ্বেগের সম্ভাব্য ক্ষেত্রগুলোর অন্তর্দৃষ্টি প্রদান করতে হবে।
  • ALM সম্পর্কিত নিয়ন্ত্রক প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত থাকতে হবে এবং প্রাসঙ্গিক নির্দেশিকাগুলোর সঙ্গে সম্মতি নিশ্চিত করতে হবে।
  • ব্যালেন্স শিট ব্যবস্থাপনা সম্পর্কিত নিয়ন্ত্রক প্রতিবেদন তৈরিতে সহায়তা করতে হবে।

চাকরির স্থান : বাংলাদেশের যেকোনো জায়গায়

চাকরির ধরন : ফুলটাইম

বেতন : আলোচনা সাপেক্ষে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও আরও নানান সুযোগ-সুবিধা পাবেন।


যেভাবে আবেদন করা যাবে

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনপত্র জমাদানের সময়সীমা : ৬ এপ্রিল, ২০২৪।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা