× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরীকে ধর্ষণ-হত্যার দায়ে ৫ জনের আমৃত্যু কারাদণ্ড

রংপুর ব্যুরো

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২২ ১৫:৩৮ পিএম

আপডেট : ২৪ নভেম্বর ২০২২ ১৫:৫১ পিএম

আদালত প্রাঙ্গণে পাঁচ আসামি। ছবি : প্রবা

আদালত প্রাঙ্গণে পাঁচ আসামি। ছবি : প্রবা

রংপুরে এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণ ও হত্যার দায়ে পাঁচ আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া প্রত্যককে এক লাখ টাকা জরিমানা করেছে আদালত।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে রংপুরের নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রোকনুজ্জামান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন জেলার গঙ্গাচড়া উপজেলার হাজীপাড়া তালপট্টি এলাকার শামসুল আলমের ছেলে আবুজার (২১), আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম (২২), মতিয়ার রহমানের ছেলে নাজির হোসেন (২৫), মোফাজ্জল হোসেনের ছেলে আমিনুর রহমান (২২) ও মো. হান্নানের ছেলে আলমগীর (২০)।

তাদের মধ্যে আলমগীর পলাতক রয়েছেন। অন্য চার আসামি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের পিপি এম এ জাহাঙ্গীর আলম তুহিন মামলার নথির বরাতে জানান, গঙ্গাচড়া উপজেলার মর্নেয়া নরসিংহ গ্রামের ১৬ বছরের এক কিশোরীরর সঙ্গে এলাকার আবুজার নামে এক তরুণের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের কথা বললে আবুজার টালবাহানা শুরু করেন। কিশোরী প্রেমের কথা গ্রামাবাসীকে জানানো হুমকি দিলে আবুজার তাকে হত্যার পরিকল্পনা করেন। ২০১৫ সালের ১৪ মে তাকে ডেকে নেন আবুজার। এরপর আবুজার ও তার বন্ধুরা তাকে ধর্ষণের পর হত্যা করে ধইঞ্চা ক্ষেতে ফেলে পালিয়ে যান।

পরদিন পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। কিশোরীর বাবা গঙ্গাচড়া থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ওই থানার এসআই তৌহিদুল ইসলাম আবুজারসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। ১০ জনের সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত পাঁচ আসামিকে এই সাজা দিল।  

পিপি বলেন, ‘আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। বাদীপক্ষ ন্যায় বিচার পেয়েছে। এ রায় ভবিষ্যতে এমন অপরাধ করা থেকে মানুষকে বিরত রাখবে বলে আমি মনে করি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা