× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘আপনারা মানুষের পর্যায়ে পড়েন না,’ শ্যামলীর এমডিকে হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২২ ১৪:৫২ পিএম

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২ ১৬:২০ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে পরিবহন মালিকদের তীব্র ভর্ৎসনা করেছেন হাইকোর্ট। শ্যামলী এন আর পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক শুভংকর ঘোষ রাকেশকে হাইকোর্ট বলেছেন, ‘আপনার গাড়ি এক্সিডেন্ট করে হতাহতের ঘটনা ঘটাল। অথচ আহতদের একটিবারের জন্যও দেখতে গেলেন না, নিলেন না খোঁজখবরও। আপনারা আছেন শুধু টাকা কামানো নিয়ে। আসলে আপনারা মানুষের পর্যায়ে পড়েন না। আপনাদের মানবিকতা নেই। মানবিকতা অর্জন করুন। পরিবহন মালিক না, চেষ্টা করুন মানুষ হওয়ার ।’

বুধবার (৭ ডিসেম্বর) এমন ভর্ৎসনা করেন বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ।

গত ৭ আগস্ট বগুড়ার শেরপুরে অ্যাম্বুলেন্সে স্ত্রীর লাশ নিয়ে বাড়ি ফেরার সময় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন একজন সবজি বিক্রেতা। সে ঘটনায় পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ দেওয়া সংক্রান্ত আদালতের নোটিশ রিসিভ না করা এবং আহতদের খোঁজখবর না নেওয়ায় এই ভর্ৎসনা করেন আদালত।

শুভংকর ঘোষ রাকেশকে ডায়াসের সামনে ডেকে আদালত বলেন, ‘আদালতের নোটিশ রিসিভ করেননি কেন?’ রাকেশ বলেন, ‘ওই সময় দেশে ছিলাম না। আমরা জানতাম না।’ তখন আদালত বলেন, ‘আপনারা জানতেন না এটা অবিশ্বাস্য। আপনাদের গাড়ির ড্রাইভারের দোষ। তার কারণে এক্সিডেন্ট হয়েছে।’ তখন গাড়ির মালিক বলেন, ‘গাড়ির ড্রাইভার তো পলাতক।’ আদালত বলেন, ‘আহতদের খোঁজখবর নিয়েছেন? তাদের চিকিৎসার জন্য কোনো খরচ দিয়েছেন? কোনো খরচ দেননি। আসলে আপনারা মানুষের পর্যায়ে পড়েন না। মালিক না হয়ে মানবিক হন। মানুষ হন।’

এ সময় হাইকোর্ট এনা পরিবহনের প্রসঙ্গে বলেন, ‘এনা পরিবহন যখন রাস্তায় চলে, কাউকে পরোয়া করে না। যত্রতত্র গাড়ি চালায়। আমাদের নিজেদের অভিজ্ঞতা থেকে বলছি। আসলে পরিবহন মালিকরা এত ক্ষমতাশালী, কে মারা গেল, কে আহত হলো, তা দেখার সময় নেই। পুলিশও আপনাদের নাগাল পায় না। আপনার ড্রাইভারের কারণে এত মানুষ মারা গেলেন, আহত হলেন। অথচ একটু দেখারও সময় পেলেন না। আপনাদের এত ক্ষমতা, যা ইচ্ছে তাই করেন। পরিবহন মালিকরা মিলে দেশটাকে কি লুটেপুটে খেতে চান?’

পরে আদালত নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসার ব্যয় সংক্রান্ত খরচ নিরূপণ করে আহতদের হস্তান্তর করার জন্য উভয়পক্ষের আইনজীবীকে সমঝোতা করার নির্দেশ দেন। একই সঙ্গে এক সপ্তাহ পর এ সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে নির্দেশ দেন।

গত ৭ আগস্ট অ্যাম্বুলেন্সে করে স্ত্রীর লাশ নিয়ে বাড়ি ফেরার সময় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন সবজি বিক্রেতা আয়নাল। তার পরিবারের সদস্য ও দুর্ঘটনায় আহতদের ১ কোটি ৭১ লাখ টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একই সঙ্গে সড়ক পরিবহন আইনের অধীনে গঠিত ট্রাস্টি বোর্ডের ফান্ড গঠনে কী অগ্রগতি হয়েছে, তা আগামী দুই সপ্তাহের মধ্যে জানাতে বোর্ডের চেয়ারম্যানকে নির্দেশ দেন আদালত।

রিটের পক্ষে শুনানি করা আইনজীবী মোহাম্মদ শিশির মনির প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। শ্যামলী এন আর পরিবহনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম ও তারিকুল ইসলাম। বিআরটিএর পক্ষে ছিলেন অ্যাডভোকেট রাফিউল ইসলাম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা