× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অ্যাম্বুলেন্সে শ্যামলী বাসের ধাক্কা : ১০ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২২ ১২:৪৯ পিএম

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২ ১৩:২৩ পিএম

দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যায় অ্যাম্বুলেন্সটি। ছবি : সংগৃহীত

দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যায় অ্যাম্বুলেন্সটি। ছবি : সংগৃহীত

ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোঘা বটতলা এলাকায় একটি অ্যাম্বুলেন্সে শ্যামলী পরিবহনের বাসের ধাক্কায় নিহতের পরিবার ও আহতের চিকিৎসার জন্য ১০ লাখ টাকা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

 শ্যামলী এনআর পরিবহনকে দুই দফায় এ টাকা আগামী ১৫ দিনের মধ্যে ক্ষতিগ্রস্তদের পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে করা রিটের প্রাথমিক শুনানি করে বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ বুধবার (১৪ ডিসেম্বর) এ আদেশ দেন।

বিআরটিএর আইনজীবী রাফিউল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আদেশে আজকের মধ্যে ৫ লাখ ও ১৫ দিনের মধ্যে আরও ৫ লাখ টাকা দিতে বলা হয়েছে। এ ছাড়া আজকের আদেশে শ্যামলী এনআর পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক শুভংকর ঘোষ রাকেশকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে এ মামলার পরবর্তী আদেশ দেবেন আদালত।’

গত এপ্রিলে দুর্ঘটনার শিকার অ্যাম্বুলেন্সটিতে স্ত্রীর মরদেহ নিয়ে ফিরছিলেন গাইবান্ধা সদর উপজেলার কলমা বাজার এলাকার আয়নাল হক। দুর্ঘটনায় আয়নাল ও অ্যাম্বুলেন্সচালক নিহত হন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। শ্যামলী এনআর পরিবহনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম ও তারিকুল ইসলাম। বিআরটিএর পক্ষে ছিলেন আইনজীবী রাফিউল ইসলাম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা