চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রবা ফটো
আদালতের আদেশ অমান্য করে ম্যারাথন আয়োজন করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টরসহ সাতজনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। আগামী ৪ মের মধ্যে আদালতে সশরীরে হাজির হয়ে তাদের লিখিত জবাব দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২ মার্চ) চট্টগ্রামের হাটহাজারী সিনিয়র সহকারী জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মুজিবুর রহমান এ আদেশ দেন।
চবি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কেএম ফজলুল হক রাসেল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
চবি উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর ছাড়াও এ মামলার বিবাদীরা হলেন—রান বাংলাদেশের রেস ডিরেক্টর সাজনান মোহাম্মদ, ইভেন্ট ডিরেক্টর এমএ আশেক, প্রোগ্রাম ডিরেক্টর সাজেদুল হাসান, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. ইমতিয়াজ আহমেদ।
বাদীপক্ষের আইনজীবী ও চট্টগ্রামের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. হাসান মুরাদ এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘২৪ ফেব্রুয়ারি চবিতে ম্যারাথন আয়োজনে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত। কিন্তু আদালতের আদেশ অমান্য করে ম্যারাথন আয়োজন করেন বিবাদীরা। এজন্য তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আদালত বিবাদীদের প্রতি সমন ইস্যু করেছেন। ৪ মের মধ্যে আদালতে সশরীরে হাজির হয়ে বিবাদীদের লিখিত জবাব দিতে বলা হয়েছে।’
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.