× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লাইভে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বলা উচিৎ হয়নি : মাহিয়া মাহি

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৯ মার্চ ২০২৩ ০০:১৮ এএম

আপডেট : ১৯ মার্চ ২০২৩ ০০:৫৫ এএম

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারের পর জামিনে কারাগার থেকে মুক্তি পেয়ে সংবাদ সম্মেলন করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। প্রবা ফটো

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারের পর জামিনে কারাগার থেকে মুক্তি পেয়ে সংবাদ সম্মেলন করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। প্রবা ফটো

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারের পর জামিনে কারাগার থেকে মুক্তি পেয়ে সংবাদ সম্মেলন করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। শনিবার (১৮ মার্চ) সন্ধ্যায় গাজীপুর সদরের তেলিপাড়া এলাকায় নিজের রেস্টুরেন্ট ফারিসতার সামনে সংবাদ সম্মেলন করেন তিনি।

এসময় মাহি বলেন, ‘গ্রেপ্তারের পর পুলিশ নানাভাবে আমাকে মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করেছে। আমি প্রেগন্যান্ট বলার পরও পানি খেতে চাইলে প্রায় এক ঘন্টা পানি দেয়নি। তবে কারাগারের ভেতরে জেলারসহ অন্যান্যরা খুবই মানবিক।’

মাহি তার স্বামীর জমি সংক্রান্ত বিষয় নিয়ে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্ল্যা নজরুল ইসলামের ভূমিকা নিয়ে সমালোচনা করেন। তবে ফেসবুক লাইভে বলা দেড় কোটি টাকার বিষয়ে সঠিক ব্যাখা দিতে পারেননি।

গণমাধ্যমকর্মীদের কাছে দুঃখ প্রকাশ করে মাহি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিয়ে লাইভ করা উচিৎ হয়নি। তবে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার কারণেই এমনটা করেছি। আমার সঙ্গে যেমন আচরণ করা হয়েছে এতে আমি শঙ্কিত। আমার স্বামী রকিব সরকার দেশে আসলে তাকেও নানাভাবে নির্যাতন ও হয়রানি করা হবে।’ 

আইনের প্রতি শ্রদ্ধাশীল জানিয়ে মাহি বলেন, ‘আমি শুধু একজন ব্যক্তির (গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্ল্যা নজরুল ইসলাম) বিরুদ্ধে কথা বলেছি, পুরো পুলিশ বাহিনীর বিরুদ্ধে কথা বলিনি। আমি পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যাইনি।’

মাহি বলেন, ‘আমি জানি, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী একজন ভদ্র ও সৎ মানুষ। আর আমাদের প্রধানমন্ত্রী ন্যায়বিচারের পক্ষের একজন মানুষ। আমি তাদের সহায়তা চাই।’

এর আগে গাজীপুরের বাসান থানায় রুজু হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাহিয়া মাহিকে শনিবার সকাল সাড়ে ১০টায় গ্রেপ্তার করে পুলিশ। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ওই সংবাদ সম্মেলনে তার আইনজীবী ও স্বজনরা উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা