× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিকিৎসককে ধর্ষণচেষ্টা, অটোরিকশাচালকের যাবজ্জীবন

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৯ মার্চ ২০২৩ ১৯:২১ পিএম

আপডেট : ১৯ মার্চ ২০২৩ ১৯:৩৫ পিএম

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চট্টগ্রাম মহানগরীতে এক চিকিৎসককে ধর্ষণচেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় মো. জামশেদ নামের এক অটোরিকশাচালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রবিবার (১৯ মার্চ) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক ফেরদৌস আরা এই রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও আসামিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডিত জামশেদের বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া থানার গুল্লাখালী।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন বিশেষ পাবলিক প্রসিকিউটর এমএ নাসের চৌধুরী।

তিনি বলেন, ’এক নারী চিকিৎসককে ধর্ষণচেষ্টার দায় প্রমাণিত হওয়ায় দুটি ধারায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। এর মধ্যে একটি ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা করা হয়। অন্য ধারায় ১০ বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করা হয়। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিল। পরে তাকে কারাগারে পাঠানো হয়।’

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৪ মার্চ চট্টগ্রাম মহানগরীর জিইসির মোড় এলাকা থেকে অটোরিকশাযোগে টেক্সটাইল গেট যাওয়ার জন্য ওই নারী চিকিৎসক অটোরিকশায় উঠেছিলেন। অটোরিকশাচালক ২নং গেট এলাকায় যানজটের কথা বলে মুরাদপুর এলাকা দিয়ে যান। বাংলাদেশ বন গবেষণাগারের নির্জন সড়কে গাড়ি থামিয়ে গলায় ওড়না প্যাঁচিয়ে ধর্ষণের চেষ্টা করে। চিকিৎসকের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে জামশেদ পালানোর চেষ্টা করে। তখন জনতা আটক করে উত্তম-মধ্যম দেয়।

এরপর ওই নারী বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি মামলা করেন। তদন্তের পর পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০১৬ সালের ৯ জুন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন হয়। রাষ্ট্রপক্ষের সাতজনের সাক্ষ্যগ্রহণের পর আদালত রায় ঘোষণা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা