× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লক্ষ্মীপুরে কৃষক হত্যায় তিনজনের যাবজ্জীবন

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ২২ মার্চ ২০২৩ ১৩:৫৮ পিএম

আপডেট : ২২ মার্চ ২০২৩ ১৫:৩৫ পিএম

কৃষক হত্যা মামলায় সাজা পাওয়া আসামিরা। প্রবা ফটো

কৃষক হত্যা মামলায় সাজা পাওয়া আসামিরা। প্রবা ফটো

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক রুহুল আমিনকে পিটিয়ে হত্যার ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা না দিলে আরও এক বছর কারাগারে থাকতে হবে। এ মামলায় পাঁচজনকে খালাস দিয়েছেন আদালত।

জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম বুধবার (২২ মার্চ) দুপুরে এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলেন সদর উপজেলার টুমচর ইউনিয়নের দক্ষিণ টুমচর গ্রামের সিরাজুল ইসলাম, মো. মাসুম ও ভুলু মিয়া। খালসাপ্রাপ্তরা হলেন নাজিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, মো. ইউসুফ, জান্নাত আরা ও হোসনেয়ারা বেগম।

লক্ষ্মীপুর জজ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) জসিম উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার নথির বরাতে তিনি জানান, আসামিদের সঙ্গে নিহত রুহুল আমিনদের জমি নিয়ে বিরোধ ছিল। তার জেরে ২০১৬ সালের ১ মার্চ দুপুরে নামাজের জন্য বের হলে রুহুল আমিনকে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর করেন আসামিরা। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে জখম হয়। তাকে বাঁচাতে গেলে ছেলে সুমন মিয়াকেও মারধর করা হয়। পরে আহত অবস্থায় রুহুল আমিনকে সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

এ ঘটনায় ওইদিন তার ছেলে সুমন লক্ষ্মীপুর থানায় নয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। একই বছর ১৮ জুলাই মামলার তদন্ত শেষে সদর মডেল থানার উপপরিদর্শক ময়নাল হোসেন আদালতে আট আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। এজাহারভুক্ত সোহাগ হোসেনের বিরুদ্ধে তদন্তকালীন কোনো অভিযোগ না পাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।

মামলার বাদী সুমন মিয়া বলেন, ‘আমি এ রায়ে সন্তুষ্ট নই। আমি চাই সব আসামি ফাঁসি হোক। আমি উচ্চ আদালতে তাদের ফাঁসির দাবিতে আপিল করব।’

আসামিপক্ষের আইনজীবী হাছিবুর রহমান বলেন, ‘আমরা ন্যায়বিচার পাইনি। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। আশা করি উচ্চ আদালতে আমরা ন্যায়বিচার পাব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা