× ই-পেপার প্রচ্ছদ জাতীয় রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত ফিচার শিল্প-সংস্কৃতি ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ কনভার্টার

হাইকোর্টের ১৬ বেঞ্চ পুনর্গঠন

প্রবা প্রতিবেদক

০১ এপ্রিল ২০২৩ ১৬:৪২ পিএম । আপডেট : ০১ এপ্রিল ২০২৩ ১৬:৫৪ পিএম

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচার কাজ পরিচালনার জন্য ১৬টি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। রবিবার (২ এপ্রিল) থেকে এসব বেঞ্চে বিচারকাজ পরিচালনা করা হবে। প্রধান বিচারপতির নির্দেশনাক্রমে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, রবিবার সকাল সাড়ে দশটা থেকে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য বেঞ্চসমূহ গঠন করা হলো।

বিচারপতিদের বেঞ্চগুলো হলো- সৈয়দ রেফাত আহমেদ (একক), মো.আতাউর রহমান খান (একক), ফারাহ মাহবুব ও মুহম্মদ মাহবুব-উল ইসলাম (দ্বৈত বেঞ্চ), মো. রুহুল কুদ্দুস (একক), মো. হাবিবুল গনি ও আহমেদ সোহেল (দ্বৈত বেঞ্চ), মো. খসরুজ্জামান ও মো. খায়রুল আলম (দ্বৈত বেঞ্চ), মো. আকরাম হোসেন চৌধুরী ও মোহাম্মদ আলী (দ্বৈত বেঞ্চ), মো. নজরুল ইসলাম তালুকদার ও মোহাম্মদ শওকত আলী চৌধুরী (দ্বৈত বেঞ্চ), কেএম কামরুল কাদের ও খিজির হায়াত (দ্বৈত বেঞ্চ), মো.জাহাঙ্গীর হোসেন ও মো. বজলুর রহমান (দ্বৈত বেঞ্চ), খিজির আহমেদ চৌধুরী (একক বেঞ্চ), মো. ইকবাল কবির ও এস এম মনিরুজ্জামান (দ্বৈত বেঞ্চ), ফাতেমা নজীব ও ফাহমিদা কাদের (দ্বৈত বেঞ্চ), এস এম কুদ্দুস জামান ও শাহেদ নূরউদ্দিন (দ্বৈত বেঞ্চ) এবং মো. আখতারুজ্জামান (একক বেঞ্চ)।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা