× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদ জামাতে জঙ্গি হামলার আশঙ্কা, সতর্ক পুলিশ

আলাউদ্দিন আরিফ

প্রকাশ : ২৫ জুন ২০২৩ ১০:০৭ এএম

ফাইল ফটো

ফাইল ফটো

ঈদের জামাতে উগ্রবাদীদের হামলা ও ধর্মীয় বিভিন্ন মতবাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় পুলিশের সব ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের অনুসারীদের মধ্যে হামলা-পাল্টা হামলার আশঙ্কাও করছে তারা।

আগে থেকেই গোয়েন্দা কার্যক্রম জোরদার করে এসব হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে। পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিষয়-সংক্রান্ত সভা থেকে এই নির্দেশনা দেওয়া হয়। 

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক উপমহাপরিদর্শক (ডিআইজি) প্রতিদিনের বাংলাদেশকে বলেন, পুলিশি অভিযানের কারণে জঙ্গি তৎপরতা কম দেখা গেলেও এদের শক্তি এখনও শেষ হয়ে যায়নি। তাদের বিপুল সংখ্যক অনুসারী নানাভাবে সক্রিয় রয়েছে। অনেকে ছদ্মবেশে সাধারণ মানুষের সঙ্গে মিশে আছে। তারা যেকোনো সময় নিজেদের শক্তি জানান দেওয়ার জন্য ঈদ জামাতে হামলাসহ অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে। এ ছাড়া প্রতিবছর ঈদের সময় দেশের বিভিন্ন এলাকায় ঈদ জামাতসহ নানা বিষয় নিয়ে একপক্ষ আরেকপক্ষের ওপর হামলার ঘটনা ঘটে। পাশাপাশি রাজনৈতিক সহিংসতা ও অন্তঃকোন্দলেরও আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে পুলিশের বিশেষ শাখার গোয়েন্দারাও আগাম সতর্ক বার্তা দিয়েছেন।

পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় বলা হয়- ধর্মীয় উগ্রবাদী, বিভিন্ন মতবাদের অনুসারী ও রাজনৈতিক দলের অনুসারীদের মধ্যে যাতে কোনো ঝামেলা না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। গোয়েন্দা কার্যক্রমের পাশাপাশি সাইবার প্যাট্রোলিং জোরদার করতে হবে।

পুলিশের এক কর্মকর্তা জানান, গত ২২ এপ্রিল ঈদুল ফিতরের দিন কিশোরগঞ্জের হোসেনপুরে ঈদ জামাতকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে। জিনারী ইউনিয়নের বীর কাটিহারী গ্রামের ঈদগায় ওই হামলার ঘটনায় একজন মারা যায়। এ ছাড়া দেশের আরও কয়েকটি স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে গত ২২ জুন র‌্যাব সাজাপ্রাপ্ত জঙ্গি তুহিন রেজাকে রাজধানীর তেজগাঁও থেকে গ্রেপ্তার করে। এ ছাড়া উগ্রবাদী সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার প্রতিষ্ঠাতা শামিন মাহফুজকে গ্রেপ্তার করে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিসিটিসি)।

ঈদ জামাতে নিরাপত্তা প্রসঙ্গে জানতে চাইলে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ‘রাজধানীতে ঈদের জামাতে তিন স্তরের নিরাপত্তা থাকবে। প্রত্যেকটা এলাকায় ফুট ও মোবাইল প্যাট্রোল থাকবে। পাশাপাশি রিজার্ভ পুলিশ থাকবে। আশা করছি মানুষ নির্বিঘ্নে ঈদ জামাত উদযাপন করতে পারবে।’

এ বিষয়ে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘আমরা সব সময় সতর্ক। দেশের প্রধান প্রধান ঈদ জামাতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার পরিকল্পনা নেওয়া হয়েছে। শুধু ঈদ জামাত নয়। ঈদের ছুটিতে অনেকে বেড়াতে বিনোদনকেন্দ্রে যাবেন। তাই সেদিকেও নজর রাখা হচ্ছে।’ 

আইজিপি আরও বলেন, ‘গত ঈদুল ফিতরে আমরা সবাই একযোগে কাজ করে জনগণকে একটি স্বস্তিদায়ক ঈদ উপহার দিতে পেরেছি। ফলে আমাদের সম্পর্কে জনমনে একটা আস্থার জায়গা তৈরি হয়েছে। আমরা সকলে সম্মিলিতভাবে দায়িত্ব পালনের মাধ্যমে আসন্ন পবিত্র ঈদুল আজহায়ও একটি সুন্দর ঈদ উপহার দিতে সক্ষম হব।’

ঈদ জামাতে জঙ্গি হামলার আশঙ্কা প্রসঙ্গে আইজিপি বলেন, পুলিশ সন্ত্রাসবাদ, চরমপন্থা ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমন করা সম্ভব হয়েছে। কারণ সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। আশা করছি, আসন্ন ঈদও দেশের মানুষ নির্বিঘ্নে উদযাপন করতে পারবে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা