প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩ ১৯:৫৯ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৩ ২০:৩২ পিএম
হাইকোর্ট। ছবি : সংগৃহীত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মস্বীকৃত পাঁচ খুনিকে দেশে ফিরিয়ে আনতে হাইকোর্টে রিট আবেদন হয়েছে। সোমবার (২১ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন ব্যারিস্টার মাসুদ আর সোবহান। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব, পররাষ্ট্র সচিব ও আইন সচিবকে রিটে বিবাদী করা হয়েছে। একই সঙ্গে বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে তৎপরতা চালানোর জন্য প্রধানমন্ত্রীর দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হয়েছে।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে সোমবার রিট আবেদনটির প্রাথমিক শুনানি হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এএফএম সাইফুল করিম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ। প্রাথমিক শুনানি শেষে পরবর্তী শুনানির জন্য ২২ আগস্ট দিন ধার্য করেন আদালত।
আইনজীবী এএফএম সাইফুল করিম বলেন, ’ব্যারিস্টার মাসুদ রেজা সোবহানের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বঙ্গবন্ধুর ছেলে শেখ জামাল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাকেও হত্যা করা হয়। বন্ধু হারিয়েছেন ব্যারিস্টার মাসুদ রেজা সোবহান। তাই তিনি বঙ্গবন্ধুর খুনিদের বিদেশ থেকে ফিরিয়ে আনার কাজে নিজেকে সম্পৃক্ত করতে চান। এ কারণে আদালতের নির্দেশনা চেয়ে রিট করেছেন।’