প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ১৩:০২ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৩ ১৩:৩৬ পিএম
ফাইল ফটো
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের দিন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় বনানী থানায় করা মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।
আদালতে বনানী থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক জালাল উদ্দীন প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের দিন বিকালে বনানীর বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে কেন্দ্রের বাইরে হামলার শিকার হন হিরো আলম। পরে তিনি রামপুরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন। এ ঘটনায় পরে হিরো আলমের ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান শুভ অজ্ঞাতপরিচয় ১৫/২০ জনকে আসামি করে বনানী থানায় মামলা করেন।
এজাহারে বাদী অভিযোগ করেন, ভোটের দিন সকাল থেকে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরুর পর হিরো আলম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করতে থাকেন। বেলা সাড়ে ৩টায় তিনি বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্র পরিদর্শনে যান। সেখানে প্রায় ৪০ মিনিট অবস্থান করে ৫/৬ সহযোগীসহ হিরো আলম কেন্দ্র থেকে বের হয়ে আসার সময় অজ্ঞাতপরিচয় ১৫/২০ জন তাদের গতিরোধ করে গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে আসামিরা হিরো আলমকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকেন তারা।
মারধরের একপর্যায়ে তাদের মধ্যে থেকে অজ্ঞাতপরিচয় একজন হত্যার উদ্দেশ্যে তার কলার চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করেন। এর মধ্যে আরেকজন এসে তার তলপেটে লাথি মারলে তিনি রাস্তায় পড়ে যান।
বাদী এজাহারে আরও অভিযোগ করেন, হিরো আলম রাস্তায় পড়ে যাওয়ার পর বাকি আসামিরা তাকে এলোপাতাড়ি কিলঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং টানাহেঁচড়া করেন। এ সময় হিরো আলমের ব্যক্তিগত সহকারী রাজীব খন্দকার, রনি ও আল আমিন তাকে বাঁচাতে এলে তাদেরও মারপিট করে জখম করেন অভিযুক্তরা।