× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোপালগঞ্জে মানহানির মামলায় রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩ ১৬:৫৬ পিএম

আপডেট : ৩০ আগস্ট ২০২৩ ১৬:৫৯ পিএম

বিএনপির জ্যেষ্ঠ যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ফটো

বিএনপির জ্যেষ্ঠ যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ফটো

গোপালগঞ্জে করা ১০০ কোটি টাকার মানহানির মামলায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। বুধবার (৩০ আগষ্ট) দুপুরে গোপালগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক শেখ মোহাম্মদ রুবেল এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী ও গোপালগঞ্জ দায়রা ও জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) দেলোয়ার হোসেন সরদার।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ২৩ ডিসেম্বর সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে বক্তব্য দেন রুহুল কবির রিজভী। ওই বক্তব্যে মামলার বাদীসহ ২৩ জনকে রাজাকার বলে উল্লেখ করা হয়। সংবাদ সম্মেলনের খবর একইদিন দৈনিক যুগান্তরের অনলাইন ও পরদিন দৈনিকটির ছাপা সংস্করণে প্রকাশিত হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেলোয়ার হোসেন সরদারের মানহানি হওয়ায় গোপালগঞ্জ আদালতে ২০১৯ সালের ২০ জানুয়ারি ১০০ কোটি টাকা মানহানির মামলা করেন দেলোয়ার। মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআআইডি তদন্ত শেষে রুহুল কবির রিজভীকে অভিযুক্ত করে এবং দৈনিক যুগান্তরের প্রকাশক সালমা ইসলাম ও ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলমকে অব্যাহতি দিয়ে আদালতে প্রতিবেদন দাখিল করে।

দেলোয়ার হোসেন সরদার বলেন, ‘বুধবার আদালতে রুহুল কবির রিজভীর উপস্থিত হওয়ার নির্ধারিত তারিখ ছিল। তিনি অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে আসেননি। তার পক্ষের আইনজীবীরা নতুন তারিখ চাইলেও অসুস্থতার কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এ নিয়ে আদলতের ধার্য্য করা তিন তারিখে আদালতে উপস্থিত হননি রিজভী। ফলে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।’

আসামি পক্ষের আইনজীবী কাজী আবুল খায়ের বলন, ‘রুহুল কবির রিজভী অসুস্থ। ফলে তিনি আদালতে আসতে পারেননি। তার আমরা পরবর্তী তারিখ চেয়েছিলাম। কিন্তু আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা