বিচারকের ওপর হামলা
চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ২০:২৫ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ২২:৩৯ পিএম
দণ্ডপ্রাপ্ত আলী আকবর ইকবাল। সংগৃহীত ছবি
চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গার উল্টোপথে মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় বিচারক জহির উদ্দিনের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার আলী আকবর ইকবালের ৫ বছরের কারাদণ্ড আপিলেও বহাল রেখেছেন আদালত। রায় দেওয়ার তারিখ থেকে এক মাসের মধ্যে তাকে আদালতে আত্মসমর্পণ করতেও বলা হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালত এ রায় দেন।
গ্রেপ্তার আলী আকবর ইকবাল বন্দর থানা আওয়ামী লীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক ও ‘হায় মুজিব’ নেতা হিসেবে পরিচিত হাজি ইকবালের ছেলে।
আপিলে রায় বহালের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী নেছার আহমেদ।
মামলার নথি জানা যায়, ২০২০ সালের ৯ ডিসেম্বর পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকার উল্টোপথে মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় তৎকালীন চট্টগ্রামের ৫ম যুগ্ম জেলা ও দায়রা জজ জহির উদ্দিনের ওপর হামলা চালানো হয়। ওই ঘটনায় আলী আকবর ও তার সহযোগী হাসান আলী জিসানকে আটক করে পুলিশে দেয় স্থানীয় লোকজন।
দণ্ডপ্রাপ্ত আলী আকবর ও খালাসপ্রাপ্ত তার সহযোগী আউটার রিং রোডে উল্টোপথে সেদিন মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় ওই পথ দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন জজ জহির উদ্দিন। মোটরসাইকেল তার গাড়ির সামনে পড়লে তিনি উল্টোপথে বেপরোয়া গাড়ি চালানোর বিষয়ে জানতে চান। এ সময় তারা বিচারক ও তার গাড়িতে হামলা চালায়।
হামলার পরেই বিচারক জহির উদ্দিনের গাড়িচালক রাজু শেখ বাদী হয়ে আলী আকবর ও আলী হোসেন জিসানের বিরুদ্ধে মামলা করেন। ২০২০ সালের ২১ ডিসেম্বর আলী আকবর ও তার সহযোগী আলী হোসেন জিসানকে আসামি করে আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করেন। ২০২১ সালের ১১ ফেব্রুয়ারি তৎকালীন চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদের আদালত আলী আকবর ইকবালকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। এ সময় আরেক আসামি আলী হোসেন জিসানকে খালাস দেওয়া হয়। পরে ২০২১ সালের ৮ মার্চ আলী আকবর রায় বাতিল চেয়ে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আপিল করা করেছিলেন।