× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপসা

আহ্ লিপস্টিক

সুবর্ণা মেহ্‌জাবীন স্বর্ণা

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩ ১৩:০১ পিএম

 আহ্ লিপস্টিক

লিপস্টিক ছাড়া যে কোন সাজই থাকে অসম্পূর্ণ। মুখে ও চোখে যতই মেকআপ করা হোক না কেন, লিপস্টিক না দিলে সাজটা যেন ফুটে ওঠে না। খুব সাধারণ লুকও লিপস্টিক যেন অসাধারণ করে তোলে।

কার জন্য কেমন লিপস্টিক

অফিসে সারা দিন ক্যারি করতে ব্যবহার করতে পারেন ন্যুড কালার। এটি দেবে ন্যাচারাল লুক। আর পার্টির জন্য তো ডিপ কালার আছেই। এ ছাড়া ক্যাম্পাসে কিংবা বন্ধুদের আড্ডায় পোশাকের সঙ্গে মিলিয়ে বেছে নিতে পারেন পছন্দের রঙের লিপস্টিক।

যেভাবে নিবেন

দেখা যায় খাওয়ার সময় কিংবা লিপস্টিক দেওয়ার কিছু সময়ের মধ্যে উঠে যায় বা ফেটে যায়। আবার গুঁড়া গুঁড়া হয়ে উঠে যায় মাঝে-মধ্যে। যার কারণে অনেকেই মনে করে হয়ত লিপস্টিকটা ভালো না বা নষ্ট। কিন্তু লিপস্টিক ব্যবহারের আছে কিছু নিয়ম। যা অনেকেই জানেন না কিংবা জানলেও অ্যাপ্লাই করেন না। সঠিক নিয়মে অ্যাপ্লাই না করলে দীর্ঘক্ষণ স্থায়ী হয় না। লিপস্টিক অ্যাপ্লাই করার আগে লিপবাম লাগিয়ে নিতে হবে। এতে ঠোঁট ময়েশ্চারাইজড থাকবে। লিপস্টিক ক্র্যাক করবে না। এরপর ভালো ব্র্যান্ডের লিপ প্রাইমার ব্যবহার করতে হবে। এতে ঠোঁটের ওপর একটা বেজ তৈরি হয়। যা লিপস্টিককে লক করে দীর্ঘক্ষণ ধরে রাখতে সাহায্য করে। এবার লিপ লাইনার দিয়ে ঠোঁট এঁকে নিতে হবে। এতে লিপস্টিক ছড়াবে না। লিপ লাইনারের রঙ হিসেবে বেছে নিতে হবে লিপস্টিকের থেকে এক শেড ডিপ রঙ। যা ঠোঁটের শেপকে আকর্ষণীয় করে দেবে সুন্দর লুক। 

লিপস্টিক নিতে ঠোঁটের যত্ন 

লিপস্টিক লাগানোর আগে ভালোভাবে ঠোঁট পরিষ্কার করে নিতে হবে। সপ্তাহে অন্তত একদিন করতে হবে স্ক্রাব। এ ছাড়া নিয়মিত লাগাতে হবে লিপবাম, যাতে ঠোঁট না ফাটে। ঘুমানোর সময় লিপ স্লিপিং মাস্ক ব্যবহার করতে পারেন। এতে সকালে ঘুম থেকে উঠলে ঠোঁট থাকবে একদম সফট।

কেমন দরদাম?

বাজারে বিভিন্ন ব্র্যান্ড ও দামের লিপস্টিক পাওয়া যায়। সাধ্যের মধ্যে আছে ফয়েরা, আইম্যাজিক, পুদিয়ার, বিউটি গ্লেজড, পিংক ফ্ল্যাশ, ফকালুর, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ইত্যাদি। এগুলো কিনতে পারবেন ৩০০ থেকে ৫০০ টাকার মধ্যে। এ ছাড়া আছে ম্যাক, গোল্ডেন রোজ, হুদা বিউটি, মিলানি, মেবলিন, নার্স, সারলট টিলবারি, লাকমি ইত্যাদি। এগুলো পাবেন ৬০০-২০০০ টাকার মধ্যে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা