× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিরামিকে নকশি প্রিন্ট

তাবাসসুম রহমান

প্রকাশ : ১৬ মার্চ ২০২৩ ১৫:৫৭ পিএম

সিরামিকে নকশি প্রিন্ট

ভোজনপ্রিয় বাঙালির কাছে যেকোনো উৎসব মানে জম্পেশ খাবারের আয়োজন। তাই কোথাও নিমন্ত্রণে গেলে সবার আকর্ষণ যেন থাকে খাবার টেবিলকে ঘিরে। কারণ কমবেশি সব বাড়িতে অতিথি ঘরে প্রবেশের আগেই সাজানো চায় টেবিল। এখন শুধু মজাদার খাবারই নয়, অতিথির নজর কাড়ে দৃষ্টিনন্দন ক্রোকারিজ আইটেম। তাই সবাই কমবেশি মজাদার খাবারের পাশাপাশি সেগুলো সাজাতেও থাকেন ব্যস্ত। সেদিক থেকে এগিয়ে রয়েছে সিরামিকের পণ্য।

যারা দেশীয় ঐতিহ্যকে সবার সামনে তুলে ধরতে চান, তাদের পছন্দ থাকে মাটির ক্রোকারিজ। ইচ্ছে থাকলেও সিরামিক ব্যবহার করার সুযোগ হয়ে ওঠে না। তাদের কথা মাথায় রেখে আরাজ সিরামিক নিয়ে এসেছে নতুন নতুন সব ক্রোকারিজ আইটেম। একদিকে এগুলো দৃষ্টিনন্দন, অন্যদিকে দেশের ঐতিহ্যকেও রক্ষা করছে। তাদের প্রতিটি পণ্য দেবে ভিন্নতার ছোঁয়া। যার মধ্যে নজর কাড়বে নকশিকাঁথার ডিজাইন। এ ছাড়াও রয়েছে জামদানি ও হ্যান্ডপেইন্ট আইটেম। দারুণ ব্যাপার হলো, হ্যান্ডপেইন্ট আইটেমগুলো সরাসরি ভারতের রাজস্থান থেকে আনা।

হাঁড়ি থেকে শুরু করে গ্লাসের গায়ে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে নকশিকাঁথার কারুকার্য। সুনিপুণ শিল্পীর হাতের ছোঁয়া যেন ডিনার সেট, টি-সেট, কফি মগসহ তাদের নানা পণ্যে। ভিন্ন ডিজাইনের ক্রোকারিজে সাজানো হয়েছে গুলশানে আরাজ সিরামিকের আউটলেট। প্রতিষ্ঠানটি মূলত দেশীয় ঐতিহ্যের চিহ্ন সিরামিকে এঁকে দিতেই এই উদ্যোগ নিয়েছে। এমনটাই জানালেন প্রতিষ্ঠানটির মার্কেটিং ডিরেক্টর আনোয়ার। তিনি বলেন, সিরামিকপণ্যের প্রতি সকলের আলাদা ঝোঁক রয়েছে। সবাই প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইন আনছে বাজারে। সিরামিকের প্রচলিত ধারণার গণ্ডি পেরিয়ে আমরা হাঁটছি ভিন্নদিকে। নিত্যপ্রয়োজনীয় বাসনপত্রে যোগ করেছি ভিন্নমাত্রা। দেশীয় ঐতিহ্যকে তুলে এনেছি এসব ক্রোকারিজ এবং বাসনপত্রে। এখানে রয়েছে নকশিকাঁথা ও জামদানি মোটিফে ডিনার সেট থেকে শুরু করে টি-সেট, হান্ডি, ফুলদানি, মগ ইত্যাদি। এগুলো আমাদের সিগনেচার আইটেম। ২০২০ সালে যাত্রা শুরু করে আরাজ সিরামিক। শুরু থেকে ক্রেতাদের আগ্রহ ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন সব ডিজাইনের বাসনকোসন। এখন তাদের সম্ভারে রয়েছে ৬০টির বেশি আইটেম। প্রতিটির যেন রয়েছে স্বতন্ত্র রূপ এবং কারুকাজ। প্রতিষ্ঠানটির শোরুম ইনচার্জ জানান, সারা দেশেই তাদের ক্রেতা রয়েছে। ফেসবুক এবং অনলাইন থেকে তাদের পণ্য অর্ডার করে। যেকেউ চাইলে শোরুমে গিয়েও পণ্য দেখে কিনতে পারবে। অনলাইনে খাবার ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডাতেও রয়েছে আরাজ সিরামিকের স্টোর। সেখান থেকেও যেকোনো পণ্য অর্ডার করা যায়। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে দেশীয় ঐতিহ্যের ছোঁয়ায় সাজা আরাজ সিরামিকের পণ্য। আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াসহ বেশ কয়েক দেশে নিয়মিত যাচ্ছে তাদের ক্রোকারিজ আইটেম। এ ছাড়া অস্ট্রেলিয়ায় প্রিমিয়াম সুইটসে মিলছে তাদের সিরামিকপণ্য। ফেসবুক পেজ fb/AraaazCeramics থেকে অর্ডার করা যাবে পণ্য। ডিজাইনের পাশাপাশি কোয়ালিটির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে প্রতিষ্ঠানটি। তাদের প্রতিটি পণ্যে ব্যবহার হয়েছে ২৪ ক্যারেট গোল্ড প্লেটিং।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা