× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অফলাইন স্টোরে মিলবে ব্রিটিশ স্কিন কেয়ার পণ্য ‘আমলকী’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ মে ২০২৩ ১৭:০৪ পিএম

আপডেট : ০৪ মে ২০২৩ ১৬:১৪ পিএম

অফলাইন স্টোরে মিলবে ব্রিটিশ স্কিন কেয়ার পণ্য ‘আমলকী’

রূপচর্চায় অর্গানিক সমাধান নিয়ে কাজ করছে ব্রিটিশ স্কিনকেয়ার পণ্য ‘আমলকী’। প্রতিষ্ঠানটি প্রায় ছয় বছর ধরে বিউটিকেয়ারের বিভিন্ন পণ্য তৈরি করে আসছিল। এতদিন শুধু ফেসবুক এবং অনলাইনের মাধ্যমে বিক্রি করলেও এবার মিলবে অফলাইন স্টোরে। শুরুতে শুধু ইউনিমার্টে পাওয়া গেলেও পরবর্তীতে সুপারশপ ও মেগাশপে মিলবে তাদের পণ্য।

মঙ্গলবার (২ মে) কারওয়ান বাজারের একটি রেস্তোরাঁয় গেটটুগেদার অনুষ্ঠানে এমনটাই জানায় প্রতিষ্ঠানটি। আয়োজনটিতে উপস্থিত ছিলেন ব্র্যান্ডটির সিইও হার্বালিস্ট নন্দিতা শারমিন, মডেল-অভিনেতা ও ব্যবসায়ী অন্তু করিম এবং সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশন বিভাগের এডিসি নাজমুল ইসলাম।

সব বয়সি মানুষের ত্বকের যত্নের বিষয়টি মাথায় রেখে নানা বিউটিকেয়ার পণ্য তৈরি করে আমলকী। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা ও সিইও নন্দিতা শারমিন। তিনি একাধানে হার্বালিস্ট। অনুষ্ঠানে তিনি জানান, সৌন্দর্যচর্চা নিয়ে নারী-পুরুষ সবাই এখন অনেক বেশি সচেতন। বাংলাদেশে এ ধরনের পণ্যের বিশাল বাজার রয়েছে। তার পরও খুব সীমিত পণ্য নিয়ে কাজ শুরু করেছে আমলকী। এরই মধ্যে ৩০টির বেশি বিউটিকেয়ার পণ্য বাজারে এসেছে। যার মধ্যে থাকছে হ্যান্ডমেট কোরিয়ান বিউটি পণ্য। রোজকার রুপচর্চার অনেক প্রডাক্টও পেয়ে যাবেন আমলকীতে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আন্তর্জাতিক বাজারে যেসব অর্গানিক বিউটিকেয়ার পণ্য রয়েছে তার বেশিরভাগ উপাদানও মেলে এশিয়ায়। আমাদের দেশেও খুব সহজে এসব পণ্যের উপাদান পাওয়া যায়। তাই অন্যদের থেকে অনেক কম দামে মিলবে আমলকীর পণ্য। তবে শতভাগ আন্তর্জাতিক মান রেখেই তৈরি হচ্ছে এসব প্রোডাক। আমলকীর পণ্য সর্বদাই প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে তৈরি যা ত্বককে যেকোনো ধরনের পার্শপ্রতিক্রিয়া থেকে সুরক্ষা দেয়। তাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন।

দেশে পণ্য তৈরির কাজটি করছে মডেল ও ব্যবসায়ী অন্তু করিমের প্রতিষ্ঠান পেন্টাগন। তিনি বলেন, ‘এ পণ্যের গুণগত মানের শতভাগ নিশ্চয়তা আমরা দিচ্ছি। বাজারে বড় বড় অর্গানিক রূপচর্চা পণ্য থেকে আমলকী কোনো অংশে কম নয়। একই সঙ্গে বলতে পারি, প্রতিষ্ঠানটির সিইও নন্দিতা শারমিন একজন স্বপ্নবাজ মানুষ। তার ইচ্ছা ও চেষ্টাতেই এটি এতদূর এসেছে এবং সামনে এগিয়ে যাবে।’

ব্রিটিশ স্কিনকেয়ার ইনিশিয়েটিভ হিসেবে দীর্ঘ ছয় বছর পণ্য উৎপাদন ও বাজারজাত করছে আমলকী। এরই মধ্যে সব বয়সি মানুষের কাছে পরিচিতি ও আস্থা অর্জন করেছে আমলকীর সব পণ্য। অনলাইন, অফলাইন ও ফেসবুক স্টোর থেকে কিনতে পারবেন আমলকীর প্রতিটি পণ্য। ওয়েবসাইট www.amlaki.org

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা