× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার পাচ্ছেন তিন লেখক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২২ ২১:২৯ পিএম

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২ ২১:৩১ পিএম

আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার পাচ্ছেন তিন লেখক

আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার পাচ্ছেন তিন লেখক। গত দুই বছরের জন্য তাদের মনোনীত করা হয়েছে।

তারা হলেন- সাংবাদিক ও লেখক মশিউল আলম, বিশিষ্ট কবি ও গবেষক আমিনুল ইসলাম এবং সাহিত্যিক স্বকৃত নোমান।

এর মধ্যে মশিউল আলম ২০২০ সালের জন্য সেরা লেখক নির্বাচিত হয়েছেন। অন্য দুজন নির্বাচিত হয়েছেন ২০২১ সালের জন্য।

মশিউল আলম গল্পের বই ‘দুধ’, আমিনুল ইসলাম প্রবন্ধের বই ‘নজরুল সংগীত: বাণীর বৈভব’ এবং স্বকৃত নোমান উপন্যাস ‘উজানবাঁশি’ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে।

পুরস্কার হিসেবে তাদের ৫ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হবে। শিগগির আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে।

পুরস্কার প্রসঙ্গে আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার বলেন, ‘আইএফআইসি’র একটা সাংস্কৃতিক ভিত্তি ভূমি আছে। আইএফআইসি বিশ্বাস করে, এ দেশের যা কিছু দেশপ্রেমজনিত, মঙ্গলজনিত, সাধারণ মানুষের জন্য কল্যাণজনিত, তার সঙ্গে আইএফআইসি’র সংশ্লিষ্টতা একটি দায়বদ্ধতার মতোই। সেই ধারাবাহিকতায় এই সাহিত্য পুরস্কারের আয়োজন।’

আইএফআইসি ব্যাংক সৃজনশীল ও মননশীল সাহিত্যের সহযাত্রী’- স্লোগান নিয়ে বাংলা ভাষা ও সাহিত্যের সমসাময়িক জীবিত লেখকদের সাহিত্যকর্মকে উৎসাহিত ও স্বীকৃতি প্রদান করার লক্ষ্যে ২০১১ সাল থেকে এই সাহিত্য পুরস্কার প্রদান করেছে। বরেণ্য সাহিত্যিক ও সাহিত্য সমালোচকদের নিয়ে গঠিত নির্বাচকমণ্ডলী, বাছাই কমিটি ও বিচারকমণ্ডলী প্রতি বছর সেরা দু’টি বই নির্বাচন করে থাকেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা