× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেলায় সুবাস ছড়াচ্ছে ইমন চৌধুরীর অচিন ফুল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:২১ পিএম

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৪০ পিএম

মেলায় সুবাস ছড়াচ্ছে ইমন চৌধুরীর অচিন ফুল

অমর একুশে বইমেলায় প্রকাশিত হলো এ সময়ের পাঠকপ্রিয় লেখক ইমন চৌধুরীর নতুন উপন্যাস ‘অচিন ফুলের সুবাস’। প্রথম দিনই মেলায় এসেছে লেখকের নতুন এ উপন্যাসটি। পাঠকদের মাঝেও বেশ সাড়া ফেলেছে এ উপন্যাসটি।

আয়তনে খানিকটা দীর্ঘ এ উপন্যাসটি প্রকাশ করেছে গ্রন্থকুটির। গ্রন্থকুটির প্রকাশনা গ্ৰুপের কর্ণধার রতন চন্দ্র পাল (আর সি পাল) বলেন, ‘এবারই প্রথম আমরা ইমন চৌধুরীর উপন্যাস প্রকাশ করেছি। এর মধ্যেই এ উপন্যাসটি গ্রন্থকুটির বেস্টসেলার উপন্যাস হিসেবে বিক্রির শীর্ষে আছে।’ 

এ প্রসঙ্গে লেখক বলেন, ‘পৃষ্ঠা সংখ্যার দিক থেকে এ উপন্যাসটি আমার আগের উপন্যাসগুলোর চেয়ে খানিকটা দীর্ঘ। মফস্বলের আটপৌরে জীবন যখন রাজধানীর নাগরিক জীবনের সঙ্গে এসে মেশে; তখন জীবনের যে বাঁক বদলের চিত্র আমরা দেখতে পাই, তার বিস্তৃত চিত্র খোঁজার চেষ্টা করেছি আমি এ উপন্যাসে। একদিকে প্রেম বা রোমান্স, অন্যদিকে মানবিকতার অন্য এক অধ্যায় এ উপন্যাসের একটি বিশেষ দিক বলা যেতে পারে। টুশি নামে এক যুবতীর গল্প বলতে চেয়েছি আমি এ উপন্যাসে। মফস্বলের ছোট্ট পৃথিবী ছেড়ে স্বাধীনচেতা টুশি নিজের পরিচয় খুঁজে নিতে পা রেখেছিল রাজধানী ঢাকায়। টুশির জানা ছিল না এক জীবনে এত গল্প লুকিয়ে আছে! তৌফিক, মিনার, শায়লা বা পারমিতা কী করে যেন একে একে সবাই টুশির জীবনের বাঁক বদলের গল্প হয়ে ওঠে। সবমিলিয়ে আশা করি পাঠকের ভালো লাগবে উপন্যাসটি।’

উপন্যাসটির প্রচ্ছদ করেছেন রাজীব হাসান। প্রচ্ছদের নামলিপি শিল্পী উত্তম সেন। উপন্যাসটির মুদ্রিত মূল্য ৪৩০ টাকা। মেলায় পাওয়া যাবে গ্রন্থকুটিরের স্টলে (স্টল নম্বর ১৮০, ১৮১, ১৮২, ১৮৩)। এ ছাড়া ঘরে বসেই দেশের যেকোনো প্রান্ত থেকে রকমারিসহ অনলাইন বুকশপগুলো থেকে পাঠকরা সংগ্রহ করতে পারবেন লেখকের নতুন এ উপন্যাসটি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা