× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলা একাডেমিতে ‘তরুণ লেখক কর্মসূচি’র উদ্বোধন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৪ ২৩:১৮ পিএম

আপডেট : ২৫ মার্চ ২০২৪ ০০:০৪ এএম

বাংলা একাডেমির উদ্যোগে আয়োজিত ‘তরুণ লেখক কর্মসচি’র উদ্বোধন করা হয়। প্রবা ফটো

বাংলা একাডেমির উদ্যোগে আয়োজিত ‘তরুণ লেখক কর্মসচি’র উদ্বোধন করা হয়। প্রবা ফটো

বাংলা একাডেমির উদ্যোগে আয়োজিত ‘তরুণ লেখক কর্মসচি’র উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৪ মার্চ) দুপুরে একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এই উদ্বোধন করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা একাডেমির পরিচালক (চলতি দায়িত্ব) ড. মোঃ শাহাদাৎ হোসেন। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। উদ্বোধন ঘোষণা করেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান এমপি। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন। ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলা একাডেমির সচিব মোহাঃ নায়েব আলী।

অনুষ্ঠানের শুরুতে তরুণ লেখক প্রশিক্ষণ কর্মসূচি এবং বাংলা একাডেমির সামগ্রিক কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত প্রতিবেদন উপস্থাপন করেন একাডেমির প্রশাসন মানবসম্পদ উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের পরিচালক ডা. কে এম মুজাহিদুল ইসলাম।

বাংলা একাডেমি পরিচালিত ‘তরুণ লেখক প্রকল্প’-এর প্রথম ব্যাচের শিক্ষার্থী অধ্যাপক ড. শোয়াইব জিবরান শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, ‘বাংলা একাডেমি আমাদের উজ্জ্বল সময় উপহার দিয়েছিল তরুণ লেখক প্রকল্পের মাধ্যমে। আমরা আশা করি, নবপর্যায়ে চালুকরা তরুণ লেখক প্রশিক্ষণ কর্মসূচি বর্তমান তরুণ লেখকদের জন্য উজ্জ্বল সময় বয়ে আনবে।’

কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, ‘বাংলা একাডেমি বিগত শতকের নব্বই দশকে ‘তরুণ লেখক প্রকল্প’-এর মাধ্যমে বাংলাদেশের তরুণ কবি-লেখক-গবেষকদের প্রণোদনা দেওয়ার এক ঐতিহাসিক কর্মসূচি গ্রহণ করে। একাডেমির সেই পদক্ষেপ বাংলাদেশের সাহিত্যের জন্য ফলদায়ক হয়েছিল। আমরা দেখছি বাংলা একাডেমির তরুণ লেখক প্রকল্পের বিভিন্ন ব্যাচে প্রশিক্ষণগ্রহণকারী তরুণরাই আজকের সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিচ্ছে।’

নাহিদ ইজাহার খান এমপি বলেন, ‘বাঙালি জাতিসত্তা ও বুদ্ধিবৃত্তিক ও উৎকর্ষের প্রতীক প্রতিষ্ঠান বাংলা একাডেমি এদেশের তরুণ লেখকদের প্রশিক্ষণ প্রদানের যে কর্মসূচি গ্রহণ করেছে তা অত্যন্ত আশাব্যঞ্জক বিষয়। আমরা মনে করি, সংস্কৃতিবান্ধব বর্তমান সরকারের জ্ঞানভিত্তিক সমাজ ও রাষ্ট্রগঠনের অঙ্গীকারের আশু বাস্তবায়নে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ যে কোনও সমাজ ও দেশের গুণগত পরিবর্তনে তরুণপ্রাণই মুখ্য নিয়ামক।’

কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, ‘আজকের তরুণরাই আগামী দিনের বাংলা সাহিত্যের ভবিষ্যৎ। বাংলা একাডেমির তরুণ লেখক কর্মসূচির নবপর্যায়ের এই কার্যক্রম বাংলাদেশের তরুণ লেখকদের মানসজগত গঠন এবং তাদের সাহিত্যের কলাকৌশল অনুধাবনে বিশেষ ভূমিকা পালন করবে।’

প্রথম পর্যায়ে ১৫ জন তরুণ লেখক প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা