× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিকতা যখন চাপে পড়েছে তখনই বিকশিত হয়েছে : মুস্তাফিজ শফি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৩ ১২:৫৬ পিএম

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩ ১৮:১৭ পিএম

ঢাকা লিস্ট ফেস্টের দ্বিতীয় দিনের আসরে ‘চাপের মুখে সাংবাদিকতা’ সেশনে কথা বলেন প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মুস্তাফিজ শফি। ছবি : প্রবা

ঢাকা লিস্ট ফেস্টের দ্বিতীয় দিনের আসরে ‘চাপের মুখে সাংবাদিকতা’ সেশনে কথা বলেন প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মুস্তাফিজ শফি। ছবি : প্রবা

রাজনৈতিক-সামাজিক, আইনি বা অর্থনৈতিক ইস্যুতে সাংবাদিকতা যখনই চাপে পড়েছে তখনই বিকশিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মুস্তাফিজ শফি।

শুক্রবার (৬ জানুয়ারি) সকালে বাংলা একাডেমিতে ঢাকা লিস্ট ফেস্টের দ্বিতীয় দিনের আসরে ‘চাপের মুখে সাংবাদিকতা’ সেশনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘সেই বাংলা গেজেট থেকে শুরু করে আগামী ৮ জানুয়ারি আমার পত্রিকা প্রতিদিনের বাংলাদেশ প্রকাশ পর্যন্ত সাংবাদিকতাকে নানামুখী চাপের মুখে পড়তে হয়েছে; সাংবাদিকতা হলো নেশা, এ নেশা ছাড়া তো সাংবাদিকতা হয় না।’

জ্যেষ্ঠ সাংবাদিক তানিম কবিরের সঞ্চালনায় এ সেশনে অংশ নেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, বাংলা ট্রিবিউন সম্পাদক জুলফিকার রাসেল, জ্যেষ্ঠ সাংবাদিক মহসীন হাবিব।

মুস্তাফিজ শফি বলেন, ‘দৃশ্যমান ও অদৃশ্যমান শক্তির পার্থক্য রয়েছে। দৃশ্যমান শক্তিকে মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছি, মামলা হোক, জেলে যেতে রাজি আছি। তবে অদৃশ্য শক্তির কারণে সাংবাদিকদের জীবন হুমকির মুখে। সে জায়গা থেকে মুক্তিযুদ্ধের চেতনায় সমাজকে সহনশীল করতে হবে। সমাজে সাংস্কৃতিক জাগরণ দরকার।’

বিজ্ঞাপনের বাজার নিয়ে এক প্রশ্নে মুস্তাফিজ শফি বলেন, ‘করপোরেট প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের একটা চাপ থাকবেই। তবে এখন আমরা রূপান্তরের কালে রয়েছি; সেই সঙ্গে এখন কিন্তু অনেক অপশন তৈরি হয়েছে।’

প্রযুক্তির উৎকর্ষতার যুগেও প্রিন্ট ভার্সনের পত্রিকা হারিয়ে যাবে না বলে মন্তব্য করেন প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক।

মুস্তাফিজ শফি বলেন, ‘১০ বছর পর প্রিন্ট পত্রিকা থাকবে কি থাকবে না, তা নিয়ে নয়, আমি চিন্তা করছি ১০ বছর পর সাংবাদিকতা কীভাবে থাকবে। পত্রিকা যেভাবেই প্রকাশিত হোক, মানুষকে যদি সঠিক ও ভুল সংবাদের পার্থক্য বোঝাতে পারি তবে সেই সংবাদ জেনে তারা উপকৃত হবে। অনলাইন পত্রিকার ভিত্তি হলো প্রিন্ট পত্রিকা।’

তিনি বলেন, ‘বাংলাদেশে পরিবর্তন আসবে নতুন প্রজন্মের হাত ধরে।’

ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত বলেন, ‘নতুন একটি বিষয় মিডিয়া লিটারেসি। পত্রিকা বা টিভিতে প্রকাশিত সংবাদ কোনটি পাঠক বিশ্বাসযোগ্য বলে ধরে নেবে, সেই জায়গায় কিন্তু আমাদের ঘাটতি রয়ে গেছে। সেটিও একটি চাপ।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা