× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৮৫ বছর পর থামল বিবিসি আরবি রেডিওর সম্প্রচার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩ ১৭:৩২ পিএম

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩ ১৮:৪৫ পিএম

৮৫ বছর পর থামল বিবিসি আরবি রেডিওর সম্প্রচার

এবার বন্ধ হয়ে গেল বিবিসি আরবি রেডিওর সম্প্রচার। শুক্রবার (২৭ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এ সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। এর আগে আট দশকের বেশি সময় এই রেডিও পরিষেবা মুগ্ধতা ছড়িয়েছে শ্রোতাদের মধ্যে। 

কার্যক্রম বন্ধের পর দুঃখ প্রকাশ করে এবং আবেগতাড়িত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিব্যক্তি প্রকাশ করেছেন অনেকে। 

তাদেরই একজন মিসরভিত্তিক বিবিসি আরবি সংবাদদাতা স্যালি নাবিল। তিনি টুইটে লিখেছেন, ‘বিবিসি আরবি রেডিও বন্ধ হয়ে যাওয়াটা খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক।’

‘আমরা কেমন অনুভব করছি তা বর্ণনা করা কঠিন।’ যোগ করেন তিনি।

বিবিসি আরবি স্টেশন ১৯৩৮ সালে যাত্রা করে, যা সংবাদ সংস্থাটির প্রথম বিদেশি ভাষার রেডিও সম্প্রচার স্টেশন হিসেবে চালু হয়েছিল।

জাতিসংঘে লেবাননের সাবেক স্থায়ী প্রতিনিধি আমাল মুদাল্লালি বলেন, ‘বিবিসি আরবিতে কাজ করা একজন হিসেবে আমি সিদ্ধান্তটা বুঝতে পারছি না।’

বিবিসি আরবি রেডিওর উপস্থাপক মাহমুদ আলমুসাল্লামি যখন শেষবারের মতো সেই চিরচেনা ‘হুনা লন্ডন (এটি লন্ডন)’ উচ্চারণ করেন, তখন অনেকের চোখ সিক্ত হয়ে উঠেছে।

আলমুসাল্লামির মেয়ে ওশা লিখেছেন, ‘বিবিসি আরবিতে বাবার উপস্থাপনা শুনে বড় হয়েছি। বিবিসি আরবি বন্ধ হয়ে যাওয়ার আগে শেষ ঘণ্টা উপস্থাপনা করেছেন। এটি সত্যিই একটি যুগের সমাপ্তি।’

এর আগে গত ৩১ ডিসেম্বর দীর্ঘ ৮১ বছর পর বিবিসি বাংলার রেডিও সম্প্রচার বন্ধ হয়ে যায়।

সংবাদ ও সাময়িক প্রসঙ্গের অনুষ্ঠান ‘প্রবাহ’ আর ‘পরিক্রমা’ শেষবারের মতো সেদিন প্রচারিত হয় সন্ধ্যা সাড়ে সাতটা এবং রাত সাড়ে দশটায়। অনুষ্ঠান উপস্থাপনা করেন লন্ডনে মানসী বড়ুয়া আর ঢাকায় আকবর হোসেন।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে ব্যাপক পরিবর্তনের পটভূমিতে বিবিসি বাংলা রেডিও বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেপ্টেম্বর মাসে ওয়ার্ল্ড সার্ভিস কর্তৃপক্ষ বাংলায় রেডিও সম্প্রচার বন্ধ করার পরিকল্পনা ঘোষণা করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা