বেসরকারি টিভি চ্যানেলগুলোর বার্তাপ্রধান ও সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : সংগৃহীত
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘দেশ পরিচালনায় সাফল্যের পাশাপাশি কিছু ভুলত্রুটি থাকে। কোনো সরকার পৃথিবীতে শতভাগ নির্ভুল কাজ করতে পারে না। অতীতে পারেনি, এখনও পারছে না, ভবিষ্যতেও না। সে কারণে শুধু ভুলত্রুটি নয়, সাফল্যটাও তুলে ধরতে হয়।’
রবিবার (৫ মার্চ) দুপুরে রাজধানীর কাকরাইলে তথ্য ভবন মিলনায়তনে বেসরকারি টিভি চ্যানেলগুলোর বার্তাপ্রধান ও সম্পাদকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ‘করোনা মহামারির মধ্যেও আমাদের দেশ এগিয়ে গেছে, কিন্তু বিরোধী দলের কথা শুনলে তা মনে হয় না। পদ্মা সেতুর ওপর দিয়ে ওই পারে গিয়ে তারা বলে যে, দেশে কোনো উন্নয়ন হয়নি। সেই বক্তব্যগুলো আবার সবকটি টেলিভিশনে ভালোভাবে প্রচার হয়। সবার বক্তব্যই প্রচার হতে পারে, কিন্তু সত্যি ঘটনাটাও তো প্রচার হতে হবে, তাহলে মানুষ সঠিক উপসংহারে উপনীত হবে।’
তথ্যসচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এবং বেসরকারি টিভি চ্যানেলগুলোর বার্তাপ্রধান ও সম্পাদকরা বৈঠকে অংশ নেন।
বৈঠক সম্পর্কে মন্ত্রী বলেন, ’গণমাধ্যম প্রতিষ্ঠানে মালিকদের কথা শুনতে হয়, কিন্তু প্রতিদিন ‘ডে-টু-ডে অ্যাফেয়ার, আওয়ার-টু-আওয়ার অ্যাফেয়ার’ বার্তাপ্রধানরা, সম্পাদকরা করেন। কোন সংবাদটা যাবে বা যাবে না, কতটুকু যাবে, কোন বাইট যাবে, সেটি আপনারাই নির্ধারণ করেন। সুতরাং গণমাধ্যমে কী পরিবেশন হচ্ছে সেই নিয়ন্ত্রণটা আপনাদের হাতে। এজন্যই আপনাদের সঙ্গে আমি বসতে চেয়েছি।’
বৈঠক শেষে সাংবাদিকরা বিএনপি মহাসচিবের বক্তব্য ‘তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে অংশ নেবে না’ এ বিষয়ে প্রশ্ন করলে তথ্যমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল সাহেবরা ২০১৮ সালের আগেও একই ধরনের বক্তব্য রেখেছিলেন এবং শেষ পর্যন্ত বিশাল জোট করে নির্বাচনে অংশ নিয়েছিলেন। তখন মানুষ বলেছিল ‘গাধা জল ঘোলা করে খায়’। এবারও তারা একই কথা বলছেন।’
দেশ সামনে যাবে, নাকি পেছনে হাঁটবে
বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে নীলফামারী জেলা আওয়ামী লীগের বৈঠকে ড. হাছান মাহমুদ বলেন, ’আগামী নির্বাচন আওয়ামী লীগের জন্য গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে ফয়সালা হবে দেশ শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে এগিয়ে যাচ্ছে তার ধারাবাহিকতা থাকবে, নাকি পাকিস্তানের মতো পেছনের দিকে হাঁটবে।’
তৃণমূলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ’আওয়ামী লীগের প্রাণ হচ্ছে তৃণমূল। তৃণমূল পর্যায়ে যারা ঐক্যবদ্ধ তাদের হারানোর শক্তি নেই। যেখানে আওয়ামী লীগ হারবে, মনে করতে হবে সেখানে আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে কাজ করেনি। নিজেরা নিজেদের বিরোধিতা করেছে।’
এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, সাংগঠনিক সম্পাদক সুজিত রায়, সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শাহাবুদ্দিন ফরাজী প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হকসহ জেলার শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.