× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথম আলোর প্রতিবেদনের প্রতিবাদ সম্পাদক, প্রকাশক ও আইনজীবীদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৩ ১৭:৪৯ পিএম

আপডেট : ০১ এপ্রিল ২০২৩ ১৯:০৮ পিএম

ঢাকা বার অ্যাসোসিয়েশন ভবন। ছবি : সংগৃহীত

ঢাকা বার অ্যাসোসিয়েশন ভবন। ছবি : সংগৃহীত

স্বাধীনতা দিবসে (২৬ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত দৈনিক প্রথম আলোর একটি প্রতিবেদনকে (ফটোকার্ড) ‘শিশুর নামে স্বাধীনতাকে কটাক্ষ করে অসত্য প্রচার’ উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ ও দোষীদের বিচার চেয়েছে তিন সংগঠন।

সংগঠন তিনটি হলো- তিন শতাধিক পত্রিকার প্রকাশকদের সংগঠন বাংলাদেশ সংবাদপত্র পরিষদ (বিএসপি), সম্পাদকদের সংগঠন বাংলাদেশ সম্পাদক ফোরাম এবং আইনজীবীদের শীর্ষ সংগঠন ঢাকা বার অ্যাসোসিয়েশন।

শনিবার (১ এপ্রিল) আলাদা বিবৃতিতে সংগঠনগুলোর পক্ষ থেকে এ প্রতিবাদ জানানো হয়।

সম্পাদক ফোরামের প্রধান উপদেষ্টা ও দি ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, আহ্বায়ক রফিকুল ইসলাম রতন এবং সদস্য সচিব ফারুক আহমেদ তালুকদার স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘সম্প্রতি দৈনিক প্রথম আলোয় যেভাবে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক সংবাদ পরিবেশন করে রাষ্ট্র ও জাতির ভাবমূর্তি ক্ষুণ্ণের চেষ্টা করা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

একইসঙ্গে রাতের বেলা গ্রেপ্তার এড়িয়ে সুনির্দিষ্ট মামলায় দোষীদের বিচারের কথাও বিবৃতিতে জানানো হয়।

সংবাদপত্র পরিষদের বিবৃতিতে সংগঠনটির সভাপতি মোজাফফর হোসেন পল্টু ও সাধারণ সম্পাদক এম জি কিবরিয়া চৌধুরী বলেন, ‘আমরা এ ধরনের মিথ্যা সংবাদ পরিবেশনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রথম আলো প্রকাশিত প্রতিবেদন সংবাদপত্র ও সাংবাদিকতার নীতিমালা ও নৈতিকতার সম্পূর্ণপরিপন্থী এবং এর বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষ আইনগত পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা করি।’

ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. মিজানুর রহমান (মামুন) ও সাধারণ সম্পাদক খন্দকার গোলাম কিবরিয়া জোবায়ের এক বিবৃতিতে বলেন, ‘প্রথম আলো পত্রিকায় মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, রাষ্ট্র ও স্বাধীনতাবিরোধী সংবাদ প্রকাশ করায় সমিতির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’ 

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, প্রিন্ট, এডিটরস গিল্ড ওই প্রতিবেদনের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে।

একই দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা