× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামালপুরে দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক গুরুতর আহত

জামালপুর প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুন ২০২৩ ১১:১৬ এএম

আপডেট : ১৫ জুন ২০২৩ ১১:৩৪ এএম

গোলাম রব্বানী নাদিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। প্রবা ফটো

গোলাম রব্বানী নাদিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। প্রবা ফটো

জামালপুরের বকশীগঞ্জে দুর্বৃত্তদের হামলায় এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ সরকারি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। অবস্থার অবনতি হওয়ায় জামালপুর জেনারেল হাসপাতাল থেকে আজ সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

হামলার শিকার সাংবাদিক গোলাম রব্বানী নাদিম বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি।

জানা গেছে, পেশাগত দায়িত্ব পালন শেষে রাতে বাড়ি ফিরছিলেন নাদিম। সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ সরকারি কলেজ এলাকায় একদল দুর্বৃত্ত তাকে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। পথচারীরা তাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক রাতেই জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। অবস্থার অবনতি হওয়ায় আজ সকাল তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বলেন, ‘ ফোনে খবর পেয়ে হাসপাতালে এসে দেখি আমার স্বামী অজ্ঞান হয়ে আছেন। তাকে অনেক আঘাত করা হয়েছে, তার অবস্থা ভালো না। যারা ঘটনার সঙ্গে জড়িত আমি তাদের বিচার চাই।’

এ হামলার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিচার চেয়েছেন বকশীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শাহীন আল আমিন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। হাসপাতালে আমি ভুক্তভোগীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। সিসি ক্যামেরা দেখে ঘটনায় জড়িত রেজাউল নামে একজনকে চিহ্নিত করতে পেরেছি। তাকে আটকের চেষ্টা চলছে। বাকিদের খুব দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা