× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদ্মা সেতুতে চলাচলের জন্য চীন থেকে এলো ১৫ নতুন বগি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২২ ২১:২৫ পিএম

পদ্ম সেতুতে চলাচলের জন্য চীন থেকে আনা বগি। ছবি: প্রবা

পদ্ম সেতুতে চলাচলের জন্য চীন থেকে আনা বগি। ছবি: প্রবা

পদ্মা সেতুতে চলাচলের জন্য চীন থেকে রেলের ১৫টি নতুন বগি আনা হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) টয়ো ওয়ার্ল্ড নামে এক জাহাজে করে চীন থেকে বগিগুলো চট্টগ্রাম বন্দরে নিয়ে আসা হয়। রবিবার (১১ ডিসেম্বর) বগিগুলো খালাস করে রেলওয়ে পূর্বাঞ্চলের সিজিপিওয়াই ইয়ার্ডে পাঠানো হয়েছে। 

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘রেলওয়ে কর্তৃপক্ষ নিজেরাই বগিগুলো আমদানি করেছে। শনিবার বগিগুলো বন্দরে নিয়ে আসার পর ওইদিন ৮টি বগি খালাস করা হয়। এরপর আজ (রবিবার) আরও ৭টি বগি খালাস করে রেলওয়ের সিজিপিওয়াই ইয়ার্ডে নেয়া হয়েছে।’ 

আগামী কয়েক মাসের মধ্যে রেলওয়ের আরও ৮৫টি বগি আসবে বলে তিনি জানান।

রেলওয়ে সূত্রে জানা যায়, পদ্মা সেতু রেল লিংক প্রকল্পের ফরিদপুরের ভাঙ্গা হতে পদ্মা সেতুর জাজিরা প্রান্ত পর্যন্ত ৩২ কিলোমিটার রেললাইন প্রস্তুত করা হয়েছে। ওই ৩২ কিলোমিটার লাইনের ওপর দিয়ে গত ১ নভেম্বর পরীক্ষামূলকভাবে রেল চালানো হয়েছে। ওই রুটে চলাচলের জন্য এসব বগি আনা হয়েছে। 

রেলের বগিগুলো রেলের সিজিপিওয়াই ইয়ার্ড থেকে সৈয়দপুর ওয়ার্কশপে পাঠানো হবে। সেখানে টায়ার লোডসহ চলাচলের উপযোগী করার পর বগিগুলো সার্ভিস লাইনে দেয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী মোহাম্মদ বোরহান উদ্দিন প্রতিদিনের বলেন, ‘চীন থেকে আসা ১৫টি বগি সিজিপিওয়াই ইয়ার্ডে আনা হয়েছে। এখান থেকে বগিগুলো সৈয়দপুরে পাঠানো হবে। এরপর সেখানে প্রস্তুতির পর সেগুলো সার্ভিস লাইনে সরবরাহ করা হবে।’

কোন রুটে বগিগুলো ব্যবহার করা হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি এখনও নির্ধারণ করা হয়নি। তবে প্রাথমিকভাবে জেনেছি নব নির্মিত পদ্মা সেতু রুটে চলাচলের জন্য দেওয়া হতে পারে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা