× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি নেতার ডান্ডাবেড়ি খুলে দিলে ভালো হতো : তথ্যমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২২ ১৯:৫৮ পিএম

আপডেট : ২১ ডিসেম্বর ২০২২ ২০:২১ পিএম

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : সংগৃহীত

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : সংগৃহীত

কারাগার থেকে কয়েক ঘণ্টার জন্য প্যারোলে বের হয়ে মায়ের জানাজায় অংশ নেওয়ার সময় বিএনপি নেতা আলী আজমের শরীর থেকে ডান্ডাবেড়ি এবং হাতকড়া খুলে দিলে ভালো হতো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেছেন, ‘বিষয়টি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা বিষয়টি জানতেন না। তবে আমি মনে করি, জানাজার সময় তার শরীরের ডান্ডাবেড়ি এবং হাতকড়া খুলে দিলে ভালো হতো।’ 

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘ডান্ডাবেড়ি ও হাতকড়া পরানো জেল প্রশাসনের কাজ। সেটি পুলিশের অধীনে নয়। বিষয়টি নিয়ে গাজীপুরের পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছি। কয়েক দিন আগে কয়েকজন জঙ্গি পালিয়ে গেছে। তাদের প্রতি যেভাবে সতর্কতা অবলম্বন করা দরকার ছিল সেটি করা হয়নি বলে তদন্তে উঠে এসেছে। এ জন্য তারা (জেল প্রশাসন) অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেছে।’

বিএনপি ‘রাষ্ট্র মেরামতের রূপরেখা’ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে ক্ষমতাসীন দলের নেতা ড. হাছান মাহমুদ বলেন, ‘মেরামত দরকার বিএনপির। তারা গত ১৪ বছর ধরে জনগণের বিপক্ষে। জনগণকে জিম্মি করার রাজনীতি করেছে। রাজনীতির নামে মানুষ হত্যা করেছে। জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। এ ধরনের রাজনৈতিক দল যখন রাষ্ট্র সম্পর্কে মেরামতের কথা বলে তখন মানুষ স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়।’ 

তিনি বলেন, ‘রাষ্ট্র মেরামত কেন বলা হলো। এভাবে দফাগুলোর নাম দেওয়া ঠিক নয়। এটি কি কারখানা যে মেরামত করতে হবে। আসলে বিএনপিরই মেরামত দরকার। আর যাদের মস্তিষ্ক থেকে এগুলো আসছে, তাদের মস্তিষ্কেরও মেরামত দরকার।’ 

ড. হাছান মাহমুদ বলেন, “বিএনপির ২৭ দফার অনেক কিছু নিজেদের নীতির সঙ্গে সাংঘর্ষিক। বিএনপি একদিকে মৌলবাদী দলগুলোর সঙ্গে জোট করেছে, অন্যদিকে দফা দিয়েছে ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’। অর্থাৎ তাদের কথা ও কাজে এটা প্রচণ্ড সাংঘর্ষিক। বিএনপির ২৭ দফা আসলে জনগণের সঙ্গে ভাঁওতাবাজি। তারা দেশকে পরপর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে। দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল।’

প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে ফের বিএনপির অংশগ্রহণের ওপর জোর দিয়েছেন- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশনের প্রধান দায়িত্ব হচ্ছে সব দলকে নির্বাচনমুখী করা। আমরাও চাই বিএনপিসহ সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক। একটি প্রতিযোগিতামূলক সুষ্ঠু, স্বচ্ছ, অংশগ্রহণমূলক নির্বাচন হোক। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে কি না, সেটি একান্তই তাদের নিজস্ব ব্যাপার।’

তিনি বলেন, ‘তবে কথায় আছে না- গাধা জল ঘোলা করে খায়। বিএনপি ১০ ডিসেম্বর নয়াপল্টনে কার্যালয়ে সামনে থেকে নড়বে না বলে পরে গরুর হাটে গিয়েছিল। এ ক্ষেত্রে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দল টিকিয়ে রাখার স্বার্থে বিএনপি নির্বাচনে অংশ নিবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা