প্রবা ফাইল ফটো
গত তিন দিন ধরে দেখা যাচ্ছে, পৌষ মাসে যে পরিমাণ শীত থাকে তার থেকে কিছুটা কম। সারা দেশেই অনেকটা একই অবস্থা। তবে এ অবস্থার পরিবর্তন হতে পারে আগামী বৃহস্পতি বা শুক্রবার থেকে। ইতোমধ্যে রাজশাহী, রংপুর ও চুয়াডাঙ্গায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সারা দেশে সর্বত্র তাপমাত্রা কমে গিয়ে শৈত্যপ্রবাহ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আগামী ১৯ বা ২০ জানুয়ারি তাপমাত্রা কমে যেতে পারে। তখন সারা দেশে আবার শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে।’
তিনি বলেন, এখন সূর্যের আলো পর্যাপ্ত পরিমাণে মাটি পর্যন্ত আসছে। সে কারণে শীতের পরিমাণ কম অনুভূতি হচ্ছে। তবে তাপমাত্রা কমে গেলে শৈত্যপ্রবাহের সঙ্গে বৃষ্টিপাত হতে পারে। অবশ্য বৃষ্টিপাতের পরিমাণ সামান্য হতে পারে।’
আবহাওয়া অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘনকুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, দিনের তাপমাত্রা তেমন পরিবর্তন হবে না। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তার সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।
মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সন্দ্বীপে ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ছিল নওগাঁর বদলগাছীতে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবার ঢাকায় সূর্যাস্ত ৫টা ৩৪ মিনিটে, বৃহস্পতিবার সূর্যোদয় ৬টা ৪৩ মিনিটে।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.