× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০২৪ সালের আগস্টের আগেই খুলবে বঙ্গবন্ধু রেলসেতু : রেলমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৩ ২১:১৯ পিএম

যমুনার উপর রেলসেতুর সবশেষ কাজের অগ্রগতি পরিদর্শনে রেলমন্ত্রী সুজন। ছবি: সংগৃহীত

যমুনার উপর রেলসেতুর সবশেষ কাজের অগ্রগতি পরিদর্শনে রেলমন্ত্রী সুজন। ছবি: সংগৃহীত

আগামী বছরের আগস্টের আগেই যমুনায় নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতু ট্রেন চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

রেলমন্ত্রী সোমবার (৩০ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্পের অগ্রগতি পরিদর্শনের সময় সেতুর পূর্ব প্রান্তে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন। 

সুজন বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতুর নির্মাণকাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হবে। যে গতিতে কাজ করছে তাতে ৪ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ সেতুর মধ্যে ১ দশমিক ১৫ কিলোমিটার ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে। ১২টি পিলারের উপর ১১টি স্প্যান বসে গেছে। পূর্ব প্রান্তের অগ্রগতি অনেক ভালো।’ 

তিনি বলেন, ‘পশ্চিম প্রান্তের অগ্রগতি কিছুটা কম, তবে ঠিকাদার তাদের কাজের গতি বাড়িয়ে দিয়েছে। ফলে পুরো প্রকল্পটি তার নির্ধারিত সময় ২০২৪ সালের আগস্টের আগেই ট্রেন চলাচলের জন্য খুলে যাবে বলে আশা করা যাচ্ছে।'

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ‘সেতু ডুয়েল গেজ ডাবল লাইন হচ্ছে। এখানে ব্রডগেজে ১২০ কিলোমিটার গতিতে ট্রেন চলবে। ফলে সেতু পার হতে পাঁচ মিনিট সময় লাগবে, যেটি এখন প্রায় ২০ মিনিট সময় লাগছে। ফলে সময় অনেক কমে যাবে।’ 

সেতুটিরর মাধ্যমে ট্রান্স এশিয়ান রেলওয়ের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ স্থাপিত হবে বলে জানান মন্ত্রী। বলেন, এর মাধ্যমে পাশের দেশ ভারত, নেপাল, ভুটানের সঙ্গে ট্রেন যোগাযোগ আরও বৃদ্ধি পাবে। অধিক সংখ্যক ট্রেন চালানো সম্ভব হবে। ফলে  অভ্যন্তরীণ ট্রেন বৃদ্ধিসহ আন্তঃদেশীয় ট্রেনও আরও চলবে। এমনকি ভারত থেকে সরাসরি মালবাহী ট্রেন চালানো সম্ভব হবে বলে জানান তিনি। 

জাইকার অর্থায়নে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতু নির্মিত হচ্ছে। ২০২৪ সালের আগস্টের মধ্যে সেতুর কাজ নির্মাণকাজের সময় নির্ধারণ আছে। প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ৭৮০ কোটি টাকা। সর্বশেষ এ বছর জানুয়ারি পর্যন্ত প্রকল্পের ভৌত অগ্রগতি ৫৫ শতাংশ।

রেলসেতুর কাজের অগ্রগতি পরিদর্শনের সময় টাঙ্গাইলের সংসদ সদস্য তানভীর হাসান, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত পরিচালক (অবকাঠামো) শহিদুল ইসলাম, সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মো. মাসউদুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা