× ই-পেপার প্রচ্ছদ জাতীয় রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত ফিচার শিল্প-সংস্কৃতি ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ কনভার্টার

দেশবিরোধী অপপ্রচার ঠেকাতে মিশনগুলোর ভূমিকা জানতে চায় সংসদীয় কমিটি

প্রবা প্রতিবেদক

৩০ জানুয়ারি ২০২৩ ২২:৩৫ পিএম

যেসব দেশ থেকে বাংলাদেশবিরোধী অপপ্রচার চালানো হচ্ছে; সেসব দেশে অবস্থিত বাংলাদেশি মিশনগুলো অপপ্রচার ঠেকাতে কী ধরণের ভূমিকা পালন করছে তা জানতে চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সোমবার (৩০ জানুয়ারি) জাতীয় সংসদে কমিটির ৩২তম বৈঠকে মিশনগুলোর ভূমিকা কমিটিকে জানানোর ব্যাপারে সুপারিশ করা হয়।

স্থায়ী কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে ওই বৈঠকে অংশ নেন কমিটির সদস্য পররাষ্ট্র মন্ত্রী এ. কে. আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, নুরুল ইসলাম নাহিদ, আব্দুল মজিদ খান, কাজী নাবিল আহমেদ এবং নিজাম উদ্দিন জলিল (জন)। 

বৈঠকে করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক মন্দা কাটাতে ‘ইকোনমিক ডিপ্লোমেসি’তে গৃহীত কার্যক্রম, বিভিন্ন দেশে প্রবাসীদের পাসপোর্ট প্রাপ্তিতে বিড়ম্বনা এবং তুরস্কে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া ভবিষ্যতে আর কোনও রোহিঙ্গা যেন বাংলাদেশে ঢুকতে না পারে সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) চিঠি পাঠানোর সুপারিশ করা হয়। 

এর আগে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা কমিটির কাছে যেসব কর্মপরিকল্পনা উপস্থান করেছেন তার কতটুকু বাস্তবায়ন হয়েছে, বাস্তবায়ন না হওয়ার প্রতিবন্ধকতা সম্পর্কেও প্রতিবেদন চেয়েছে কমিটি। যারা এখনো জমা দেননি, তাদেরকে দ্রুত পরিকল্পনা জমা দেওয়ার সুপারিশ করা হয়েছে। এছাড়া সম্পর্ক উন্নয়নের জন্য যুক্তরাষ্ট্র-চীনসহ বিশ্বের গুরুত্বপূর্ণ কয়েকটি দেশের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি। 

বৈঠকে পররাষ্ট্র সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা