নারায়ণগঞ্জ জেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি শিরিন বেগম। প্রবা ফটো
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি শিরিন বেগমের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে। ‘প্রকৃত মুক্তিযোদ্ধা নন’ উল্লেখ করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৭৪তম সভায় শিরিন বেগমের মুক্তিযোদ্ধা সনদ বাতিলের সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে গত ৪ ফেব্রুয়ারি উপসচিব মুহাম্মদ রেহান উদ্দিন স্বাক্ষরিত গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। তবে শিরিন বেগমের সনদ বাতিলের বিষয়টি জানাজানি হয় শুক্রবার (৩ মার্চ)। আওয়ামী লীগ নেত্রী শিরিনের মুক্তিযোদ্ধা গেজেট নম্বর ছিল ১৯৩১।
শিরিন বেগম নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ ছিলেন। বতর্মানে তিনি নারায়ণগঞ্জ কমার্স কলেজের অধ্যক্ষ এবং নারায়ণগঞ্জ জেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তার স্বামী অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
মুক্তিযোদ্ধা সনদ বাতিল প্রসঙ্গে শিরিন বেগম বলেন, ‘মুক্তিযোদ্ধা সনদের জন্য আবেদন করেছিলাম। অনলাইনে গ্যাজেটে আমার মুক্তিযোদ্ধা সনদ দেখেছি। এখন পর্যন্ত সনদ হাতে আসেনি। আবার সেটা বাতিলের সংবাদও শুনতে পাচ্ছি। এ বিষয়ে হাইকোর্টে রিট করেছি। সনদ বাতিল নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনও করেছি। যেটা হাতে পাইনি সেটা বাতিল হয় কীভাবে?’
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার নুরুল হুদা বলেন, ‘২০১৪ সালে মুক্তিযোদ্ধাদের তালিকা কমিটিতে আমি সদস্য ছিলাম। শিরিন বেগম মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হওয়ার আবেদন করেছিলেন। তখন সোনারগাঁও উপজেলার মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে তার সক্রিয় ভূমিকা নিয়ে আপত্তি তুলেছিলেন। সবার সিদ্ধান্তে তখন তাকে সনদ দেওয়া হয়নি। এরপর কীভাবে তিনি সনদ নিয়েছেন তা আমাদের জানা নেই। বর্তমানে তার সেই সনদ গ্যাজেটে বাতিল হয়েছে শুনেছি। এর নথি হাতে এলে আনুষ্ঠানিকভাবে জানাব।’
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.