পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ‘সালানা জলসা’-কে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনার পরদিন শনিবারও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। প্রবা ফটো
পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিলে দুই তরুণ নিহতের ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছে বেসরকারি মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। শনিবার (৪ মার্চ) সংস্থাটির নির্বাহী পরিচালক মো. নুর খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমসূত্রে জানা যায়, ‘পঞ্চগড়ে আহমদিয়া জামাতের সালানা জলসা বন্ধের দাবিতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে অরিফুর রহমান (২৮) ও জাহিদ হাসান (২৩) নামের দুই তরুণ নিহত এবং অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ ছাড়াও সংঘর্ষ চলাকালে শহরের উপকণ্ঠে আহমদনগর এলাকায় আহমদিয়া সম্প্রদায়ের অন্তত ২০-২৫টি বাড়িঘর ও জেলা শহরের চারটি দোকানের মালামাল বের করে অগ্নিসংযোগ করা হয় বলে জানা গেছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘বিগত দিনেও আহমদিয়া সম্প্রদায়ের ওপর নজিরবিহীন হামলার ঘটনা ঘটেছে। একটি ধর্মীয় সম্প্রদায়ের ওপর এ ধরনের হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পাশাপাশি এ ধরনের আচরণ নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল। আকস এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণের জোর দাবি জানাচ্ছে। পাশাপাশি আহমদিয়া সম্প্রদায়ের জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানাচ্ছে।’
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.