নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি কোলাজ : প্রবা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের ২২তম নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। সম্প্রতি মো. সাহাবুদ্দিনকে এক অভিনন্দন বার্তায় ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই।’
বার্তায় তিনি জানান, ‘একজন স্বাধীনতা-সংগ্রামী হিসেবে আপনার অবদান এবং একজন আইনজ্ঞ হিসেবে অভিজ্ঞতা এই মহান পদকে আরও সমৃদ্ধ করবে।’
মোদি বলেন, ’দুই দেশের মধ্যে একটি অনন্য দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে, যা দৃঢ়ভাবে দেশগুলোর পারস্পরিক ত্যাগের মধ্যে নিহিত এবং প্রাণবন্ত সাংস্কৃতিক ও জনগণের মধ্যকার সম্পর্ক দ্বারা লালিত।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও বলেন, ‘বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে আমরা আমাদের উভয় দেশের জনগণের স্বার্থে এই বহুমুখী অংশীদারত্বকে আরও গভীর করার প্রতিশ্রুতিতে অটল আছি। আমি আত্মবিশ্বাসী যে আপনার দূরদর্শী নেতৃত্বে আমাদের সম্পৃক্ততা বাড়তে থাকবে।’
সবশেষে তিনি নির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন। সূত্র : ইউএনবি
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.