× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আহমদিয়া সম্প্রদায়ের ওপরে হামলা

নিন্দা-প্রতিবাদ হক্কানি আলেম সমাজের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ মার্চ ২০২৩ ২১:০৫ পিএম

আপডেট : ০৬ মার্চ ২০২৩ ২১:২৮ পিএম

নিন্দা-প্রতিবাদ হক্কানি আলেম সমাজের

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ওপরে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হক্কানি আলেম সমাজ।

সোমবার (৬ মার্চ) এক যৌথ বিবৃতিতে এই দাবি জানানো হয়। বিবৃতিতে সই করেন মাওলানা তাজুল ইসলাম, হাফেজ মাওলানা আকতার হোসাইন ফারুক, মাওলানা রবিউল আলম সিদ্দিকী, মাওলানা আবু ইউসুফ, মাওলানা রবিউল ইসলাম রবিসহ ৫৮ জন আলেম।

গত ৩ ফেব্রুয়ারি পঞ্চগড়ের আহম্মদনগরে আহমদিয়া সম্প্রদায়ের ৩ দিনের সালানা জলসার পূর্ব ঘোষিত কর্মসূচি বাতিলের দাবিতে ইসলামী আন্দোলন ও সমমনা ধর্মীয় সংগঠনের নেতাকর্মীরা জুমার নামাজের পর শহরে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে ২ জন নিহত এবং ৭ পুলিশ সদস্যসহ প্রায় ৫০ জন আহত হন। সংঘর্ষের এক পর্যায়ে আহমদিয়া সম্প্রদায়ের ১৫০ জনের বাড়িতে ভাঙচুর, আগুন ও লুটপাট চালানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘আমাদের মতো শান্তিপ্রিয় একটি দেশে এ ধরনের ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত,মর্মান্তিক ও ধর্মীয় উসকানিমূলক। আমরা মনে করি, এটি ধর্মের দোহাই দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য চক্রান্ত।’

এতে আরও বলা হয়, ‘অসহিষ্ণু আচরণ ইসলাম কখনোই অনুমোদন ও সমর্থন করে না। আমরা আহমদিয়াদের ওপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সঙ্গে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ, যাদের কারণে হতাহতের ঘটনা ঘটেছে দ্রুত তাদের চিহ্নিত করে যাতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা