× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণে প্রাণ হারালেন যারা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ মার্চ ২০২৩ ২৩:৩০ পিএম

আপডেট : ০৭ মার্চ ২০২৩ ২৩:৫৯ পিএম

প্রিয়জনকে হারিয়ে শূন্যদৃষ্টিতে তাকিয়ে রয়েছেন এক স্বজন। প্রবা ফটো

প্রিয়জনকে হারিয়ে শূন্যদৃষ্টিতে তাকিয়ে রয়েছেন এক স্বজন। প্রবা ফটো

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় সাত তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে এখন পর্যন্ত দুই নারীসহ ১৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন। তাদের মধ্যে ১৭ জনের পরিচিয় জানা গেছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাদের পরিচয় শনাক্ত করেন স্বজনরা। পরে তাদের কাছে মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। মৃতদের মধ্যে ৬ জনের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। জীবিকার প্রয়োজনে বা জরুরি কাজে তারা ঢাকায় এসেছিলেন।

যাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে তারা হলেন- কুমিল্লার মেঘনা থানার ২১ বছর বয়সি মো. সুমন, তিনি ১০/১২ দিন আগে কাতার থেকে দেশে ফেরেন, বরিশালের কাজির হাট থানার ৩৫ বছর বয়সি ইসহাক মৃধা, তিনি পুরান ঢাকার ইসলামপুরে কাপড়ের ব্যবসা করতেন, যাত্রাবাড়ীর ৪০ বছর বয়সি মুনসুর হোসেন, আলু বাজার এলাকার ৪২ বছর বয়সি মো. ইসমাইল, চাঁদপুরের মতলবের ২৩ বছর বয়সি আল আমিন, তিনি বিবিএতে পড়তেন, কেরাণীগঞ্জের মাস্টার বাড়ি এলাকার ১৮ বছর বয়সি রাহাত হোসেন, ইসলাম বাগের ৩৮ বছর বয়সি মমিনুল ইসলাম, চক বাজারের ৩৬ বছর বয়সি নদী বেগম, মুন্সীগঞ্জ সদরের ৫০ বছর বয়সি মাঈন উদ্দিন, বংশালের ২৫ বছর বয়সি নাজমুল হোসেন, মানিকগঞ্জ সদরের ৫৫ বছর বয়সি ওবায়দুল হাসান বাবুল, মুন্সীগঞ্জের গজারিয়ার ৩৪ বছর বয়সি আবু জাফর সিদ্দিক, বংশালের ৭০ বছর বয়সি আকুতি বেগম, যাত্রাবাড়ীর ৬০ বছর বয়সি ইদ্রিস মীর, একই এলাকার ৫৫ বছর বয়সি নুরুল ইসলাম ভূইয়া, সিদ্দিক বাজারের ২০ বছর বয়সি মো. হৃদয় ও ২০ বছর বয়সি ওয়াসেক মো. সিয়াম।


আরও পড়ুন : ‘বিকট বিস্ফোরণে গুলিস্তানের প্রতিটি ভবন কেঁপে ওঠে’


মঙ্গলবার ( ৭ মার্চ) বিকাল ৫টার দিকে সিদ্দিক বাজার এলাকার সাত তলা ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ক্ষতিগ্রস্ত হয় আশপাশের ভবনও। হতাহতদের উদ্ধারে যোগ দিয়েছেন সেনা সদস্যরা। 

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমাদের ১১টি ইউনিট উদ্ধার তৎপরতা চালাচ্ছে। আমরা মোট ১৫ জনের মরদেহ উদ্ধার করেছি। গুরুতর অবস্থায় উদ্ধার করেছি ৫৫ জনকে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক সন্ধ্যায় সংবাদমাধ্যমকে জানান, ঘটনাস্থল থেকে ১৫ জনকে মৃত অবস্থায় আনা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েকজন মারা গেছেন। হাসপাতালে ভর্তি আছেন অর্ধশতাধিক। তাদের মধ্যে পাঁচ জনকে বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মাল্টিপল ইনজুরি, মাথায় আঘাত রয়েছে বলেও জানান তিনি। 


আরও পড়ুন : বারবার কেন বিস্ফোরণ

দুদিন আগে রাজধানীর সাইন্স ল্যাবে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রাণ হারান তিনজন। জমে থাকা গ্যাসের কারণে এই ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সিদ্দিক বাজারের ভবনে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ হতে পারে বলে ধারণা রাজউক চেয়ারম্যানের। তবে ওই ভবনে গ্যাস লাইনই ছিল না বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন র‌্যাব ডিজি। রাজধানীতে বারবার ভবনে বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ-উৎকণ্ঠাও প্রকাশ করেছেন তিনি। এগুলো নাশকতা কি না সে বিষয়ে প্রকাশ করেছেন সংশয়। বলেছেন, বাহিনীর গোয়েন্দা সদস্যরা বিষয়টি নিয়ে কাজ করছে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, দুর্ঘটনার পর উৎসুক মানুষের ভিড়ের কারণে তাদের উদ্ধার তৎপরতা সঠিকভাবে পরিচালন করা কঠিন হয়ে পড়ে। এসব ক্ষেত্রে সাধারণ মানুষের সচেতন হওয়া জরুরি বলেও তাদের কথায় উঠে এসেছে।

বিস্ফোরণ স্থল পৌঁছে কাজ শুরু করেছে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন বাহিনীর কর্মকর্তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা