ফাইল ফটো
গতকাল বৃহস্পতিবারের মতো আজ শুক্রবারও ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহসহ দেশের ৮টি বিভাগেই ঝড়ো হাওয়াসহ কালবৈশাখীর আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
৬টি বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকাসহ ঝড়ো হাওয়ার আভাস দেওয়া হয়েছে। দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।
পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
গতকাল বৃহস্পতিবার সিলেটে ৬ মিলিমিটার, ময়মনসিংহে ৫ মিলিমিটার, নেত্রকোণায় ৪ মিলিমিটার, রাজারহাটে ৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
বৃষ্টিপাতের আওতাভুক্ত এলাকা সম্পর্কে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির প্রতিদিনের বাংলাদেশকে জানান, দু-এক স্থানে অর্থাৎ ১-২৫ শতাংশ এলাকায়, কিছু কিছু স্থানে ২৬-৫০ শতাংশ, অনেক স্থানে ৫১-৭৫ শতাংশ এবং অধিকাংশ স্থানে ৭৬-১০০ শতাংশ এলাকা।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.