× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৫০ বছরেও বঙ্গবন্ধুর মতো স্মার্ট লিডার জন্ম হয়নি : নৌ প্রতিমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৩ ১৬:২৪ পিএম

আপডেট : ১৭ মার্চ ২০২৩ ১৬:৫৩ পিএম

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন ‘স্মার্ট লিডার’, স্বাধীনতার পর এ পর্যন্ত দেশে তার মতো কোনো নেতার জন্ম হয়নি বলে মনে করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ’বঙ্গবন্ধু ছিলেন একজন স্মার্ট লিডার। ২৩ বছরের গণতান্ত্রিক ও স্বাধীনতা আন্দোলন এবং সাড়ে ৩ বছরের রাষ্ট্র পরিচালনায় কোথাও তার ভুল নেই। গত ৫০-৫২ বছরে তার মতো কোনো স্মার্ট লিডারের জন্ম হয়নি।’

শুক্রবার (১৭ মার্চ) রাজধানী ঢাকার মতিঝিলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্যালয়ে ‘স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে বঙ্গবন্ধুর জন্মদিন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করে নৌপরিবহন মন্ত্রণালয়।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশ নামে একটি রাষ্ট্র জন্ম দেওয়ার জন্য গত ১০৩ বছরে বঙ্গবন্ধু ছাড়া কোনো নেতার জন্ম হয়নি। তার চিন্তাভাবনা ও দর্শন আমাদের পাথেয়। তিনি সব সময় বাংলার মানুষের জন‍্য কথা বলেছেন। তাকে অনেক মানুষ কাছ থেকে দেখেননি, তার ছবিও দেখেননি। অথচ তার দেশপ্রেমের ডাকে অনেকে জীবন দিয়েছেন।’ 

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না। আজ আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম না। জাতীয় সংগীত ও জাতীয় পতাকা পেতাম না। বাংলায় কথা বলতে পারতাম না। নিজেদের ভূখণ্ডের সীমানা পেতাম না। ২৩ বছরের গণতান্ত্রিক আন্দোলনকে তিনি সশস্ত্র মুক্তিযুদ্ধে রূপ দিয়েছিলেন। এক্ষেত্রে পৃথিবীতে দ্বিতীয় কোনো নেতা নেই। তিনি ছয় দফাকে এক দফায় অর্থাৎ স্বাধীনতা সংগ্রামে পরিণত করেছিলেন।’

যুদ্ধবিধ্বস্ত দেশ গঠনে শেখ মুজিবুর রহমান স্মার্ট সংবিধান প্রণয়ন করেছিলেন জানিয়ে নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু ৭২ সালে যে সংবিধান দিয়েছিলেন, সেটি স্মার্ট সংবিধান। জিয়া, এরশাদ, খালেদা জিয়া নিজেদের স্বার্থে সংবিধান সংযোজন করেছে, ক্ষতবিক্ষত করেছে। বঙ্গবন্ধু হত‍্যাকে জাস্টিফাই করতে অনেকে তার সাড়ে ৩ বছরের রাষ্ট্র পরিচালনার সমালোচনা করে। তারা আসলে বঙ্গবন্ধুকে হত‍্যা করেনি, দেশকে হত‍্যা করেছে।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু যেমন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, তেমনি রাষ্ট্র পরিচালনায়ও সর্বশ্রেষ্ঠ। স্মার্ট বাংলাদেশ গঠনে তার জন্মদিবসকে কাজে লাগাতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর দর্শন, আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা সঠিকভাবে কাজে লাগিয়ে স্মার্ট দেশ বিনির্মাণের চেষ্টা করছেন। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আমরাও একই অঙ্গীকার করছি।’

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার বণিক, স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম‍্যান মো. আলমগীর, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. নিজামুল হক ও বিআইডব্লিউটিএর চেয়ারম‍্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা। বিআইডব্লিউটিএর সদস‍্য (প্রকৌশল) ড. এ কে এম মতিউর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

আলোচনা সভার আগে বিআইডব্লিউটিএ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন খালিদ মাহমুদ চৌধুরী। পরে শেখ মুজিবুর রহমানের জন্মদিবস উপলক্ষে কেক কেটে শিশুদের খাইয়ে দেন প্রতিমন্ত্রী। তার সঙ্গে ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা