× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুক্তিযুদ্ধের ইতিহাসে গেরিলাদের কৃতিত্ব চাপা পড়েছে : আ ক ম মোজাম্মেল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ মার্চ ২০২৩ ১৩:০০ পিএম

আপডেট : ১৮ মার্চ ২০২৩ ২০:২৪ পিএম

বাংলা একাডেমিতে এক আলোচনা অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। প্রবা ফটো

বাংলা একাডেমিতে এক আলোচনা অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। প্রবা ফটো

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর ভূমিকা ইতিহাসে এমনভাবে উপস্থাপিত হয়েছে যে তাতে অনেক সময় গেরিলা বাহিনীর কৃতিত্ব ঢাকা পড়ে গেছে বলে মন্তব্য করেছেন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক৷ 

শনিবার (১৮ মার্চ) সকালে বাংলা একাডেমিতে ১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর আয়োজিত 'বিদ্রোহী মার্চ' শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন৷

১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুনের সভাপতিত্বে আ ক ম মোজাম্মেল হক ছিলেন প্রধান অতিথি৷

মোজাম্মেল হক বলেন, ‘১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সব কৃতিত্ব নিয়ে গেছে সেনাবাহিনী৷ আমরা যারা গেরিলা যুদ্ধ করেছি, তাদের সঙ্গে সেনাবাহিনীর যুদ্ধের কোনো তুলনা চলে না। গেরিলা যোদ্ধারা যেভাবে যুদ্ধ করেছে, যেভাবে জীবন দিয়েছে দেশের জন্য সিভিলিয়ানরা, তাতে তারা ও তাদের সহযোগীরা কেন বীরশ্রেষ্ঠ খেতাব পাবেন না? সেটি যে এখন করা যাবে না, তা নয়। আমি এটির দাবি অতীতেও করেছি, এখনও করছি।’

তিনি বলেন, মুক্তিযুদ্ধের পর সরকারের পক্ষ থেকে আহ্বান জানিয়ে বলা হয়েছিল, যুদ্ধে কার কী কৃতিত্ব বা কাজের ফিরিস্তি কী, তা যেন লিখিত আকারে জমা দেওয়া হয়। কিন্তু আমরা সিভিলিয়ানরা তখন এ নিয়ে সেভাবে ভাবিনি৷ বলতেই হয়, ওই সময়ে সুযোগের বিকৃতি সাংঘাতিকভাবে হয়েছে৷

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক  শাহরিয়ার কবির রচিত 'আমার একাত্তর' ও 'আমাদের একাত্তর' শিরোনামে দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন৷ এ সময় আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দীন চৌধুরী মানিক, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা