পুলিশ অফিসার্স মেসে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। প্রবা ফটো
স্বাধীনতা কীভাবে হয়েছিল, সেই ইতিহাস একটা প্রজন্ম ভুলতে বসেছিল বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
তিনি বলেন, ’প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন, তারপর থেকে আবারও দেশের চাকা যেন স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়েছে।’
রবিবার (২৬ মার্চ) সকালে রাজধানীর রমনায় পুলিশ অফিসার্স মেসে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বঙ্গবন্ধু কর্নার স্থাপনকে স্বাগত জানান পুলিশপ্রধান। তিনি বলেন, ’বঙ্গবন্ধু কে ছিলেন, সেটাও ভুলতে বসেছিল একটা প্রজন্ম। সেই অবস্থা থেকে আমাদের দেশকে এবং জাতিকে আমাদের স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানানোর জন্য আমরা বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা শুরু করেছি। এর ধারাবাহিকতায় পুলিশ অফিসার্স মেসে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে।’
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ’আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং নবীন অফিসার ও তাদের পরিবার যারা এখানে আসবেন, তারা বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করার মাধ্যমে ইতিহাস জানার সুযোগ পাবেন, দেখার সুযোগ পাবেন। বঙ্গবন্ধু কর্নার পরিদর্শনের মাধ্যমে মুক্তিযুদ্ধ ও কী চেতনা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, আগামী প্রজন্মের শিশুরা সেই সম্পর্কে জানতে পারবে। একই সঙ্গে এ বিষয়ে তাদের জানার আগ্রহও সৃষ্টি হবে।’
আইজিপি বলেন, ’বঙ্গবন্ধুর নির্দেশনামতো সব পুলিশ সদস্যকে জনগণের বন্ধু হয়ে দায়িত্ব পালন করতে হবে। পুলিশ সদস্যদের প্রতি রেখে যাওয়া বঙ্গবন্ধুর আদেশ পালন করতে হবে। একটা সময় ছিল যখন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চা করা যেত না। এমনকি বঙ্গবন্ধুর নামও নেওয়া যেত না। বঙ্গবন্ধু সম্পর্কে একটা প্রজন্ম তেমন কিছুই জানতে পারেনি। কিন্তু এখন সেই সুযোগ অবারিত। সরকারি প্রতিটি দপ্তরে এখন বঙ্গবন্ধু কর্নারে জাতির পিতা সম্পর্কে পড়াশোনার সুযোগ থাকছে।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম। এ সময় অতিরিক্ত আইজিপি, পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.