× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথম আলো আওয়ামী লীগ ও গণতন্ত্রের শত্রু : সংসদে প্রধানমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৩ ১৪:৪৮ পিএম

আপডেট : ১০ এপ্রিল ২০২৩ ১৬:৪৩ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

প্রথম আলো আওয়ামী লীগের শত্রু, গণতন্ত্রের শত্রু; প্রথম আলো দেশের মানুষের শত্রু বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘আমি এটা অত্যন্ত দুঃখের সঙ্গে বলি যে, এরা দেশকে কখনও স্থিতিশীল থাকতে দিতে চায় না। ২০০৭ সালে যখন ইমারজেন্সি হয়, তখন তারা উৎফুল্ল।’

জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে সোমবার (১০ এপ্রিল) সংসদে ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

গত ২৬ মার্চ দৈনিক প্রথম আলোর অনলাইনে প্রকাশিত একটি ফটোকার্ডে একজন দিনমজুরকে উদ্ধৃত করে বলা হয়, ‘পেটে ভাত না জুটলে স্বাধীনতা দিয়া কী করুম। বাজারে গেলে ঘাম ছুটে যায়। আমাগো মাছ, মাংস আর চাইলের স্বাধীনতা লাগব।’ সংবাদমাধ্যমটির ফেসবুক পেজে এ উদ্ধৃতির সঙ্গে একটি শিশুর ছবিসংবলিত ফটোকার্ড প্রকাশিত হয়।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘একটি শিশুর মুখ দিয়ে মিথ্যা বলানো ‘ভাত-মাংসের স্বাধীনতা চাই’ একটি সাত বছরের শিশুকে দিয়ে বানানো। তার (শিশু) হাতে দশটা টাকা তুলে দেওয়া এবং তার কথা রেকর্ড করে সেটা প্রচার করা স্বনামধন্য এক পত্রিকার নাম প্রথম আলো। কিন্তু বাস করে অন্ধকারে।’

প্রসঙ্গক্রমে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসের বিষয়টিও সামনে আনেন সরকারপ্রধান। বলেন, ‘দুটি পত্রিকা আদাজল খেয়ে নেমে গেল, তার সঙ্গে আছে একজন সুদখোর। যে বিনিয়োগ করে আমেরিকায়। আমেরিকা একবারও জিজ্ঞেস করে না যে, গ্রামীণ ব্যাংক এটা তো একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। সরকারের বেতন তুলত যে এমডি, সে মিলিয়ন মিলিয়ন ডলার কোথা থেকে পেল যে আমেরিকার মতো জায়গায় সামাজিক ব্যবসা করে, বিনিয়োগ করে।

দেশে-বিদেশে করা বিনিয়োগের এই অর্থ কোথা থেকে আসে? এটা কি তাকে কখনও জিজ্ঞেস করেছে? জিজ্ঞেস করেনি। তাদের কাছ থেকে দুর্নীতির কথা শুনতে হয়! এদের কাছে মানবতার কথা শুনতে হয়!’

শেখ হাসিনা আরও বলেন, ‘যারা গরিবের রক্ত চোষা, যারা গরিবের টাকা পাচার করে শত কোটি টাকার মালিক হয়ে আবার আন্তর্জাতিক পুরস্কারও পেয়ে যায়, আর এসব লোক এ দেশের গণতন্ত্র ধ্বংস করার চেষ্টা করে, মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা