× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চান্দু স্টেডিয়ামে বিসিবি ভেন্যু প্রত্যাহারের প্রতিবাদ

দুই দফায় আমরণ অনশনে বসা সেই রুমেল মারা গেছেন

বগুড়া অফিস

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৩ ১২:১৮ পিএম

আপডেট : ২০ এপ্রিল ২০২৩ ১২:৫৬ পিএম

হুমায়ুন আহম্মেদ রুমেল। ফাইল ছবি

হুমায়ুন আহম্মেদ রুমেল। ফাইল ছবি

বগুড়ায় শহীদ চান্দু স্টেডিয়াম থেকে বিসিবির ভেন্যু প্রত্যাহার সিদ্ধান্তের প্রতিবাদে দুই দফায় আমরণ অনশন করে আলোচনায় আসেন যুবক হুমায়ুন আহম্মেদ রুমেল। প্রতিবারই আশ্বাসে অনশন ভেঙেছেন তিনি।

তবে আর কোনো অনিয়ম বা কোনো কিছুর দাবিতে অনশনে বসবেন না রুমেল। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে শহরের নাটাই পূর্বপাড়ার নিজ বাসায় মারা গেছেন তিনি।

রুমেল ওই এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে। তিনি ‘চ্যানেল বগুড়া’ নামে একটি ফেসবুক পেজে বিভিন্ন কনটেন্ট তৈরি করতেন।

বগুড়ায় বিসিবির ভেন্যু হিসেবে শহীদ চান্দু স্টেডিয়াম ফিরিয়ে আনতে দুই দফায় আমরণ অনশন করে আলোচনায় আসেন রুমেল।

রুমেলের মা বলেন, ‘আমার ছেলের সঙ্গে রাতেই কথা বলেছি। অতিরিক্ত গরমের কারণে রুমেল অসুস্থ ছিল। কিন্তু ভোরেই আমাকে ছেড়ে চলে গেল। আমার পাশে থাকার মতো আর কেউ রইল না।’

রুমেলের প্রতিবেশী রকি হোসেন বলেন, ‘রুমেল মাঝে মাঝেই না খেয়ে থাকতেন। হঠাৎ করে ভোরে রুমেলের অসুস্থতার খবর পেয়ে বাসায় যাই। গিয়ে দেখি মেঝেতে শোয়ানো অবস্থায় রয়েছে। হাত-পা ছেড়ে দেওয়া। পরে চিকিৎসার জন্য গাড়ি ভাড়া করতে যাই। এসে দেখি রুমেল মারা গেছে।’

রুমেলের বন্ধু রাসেল ইসলাম বলেন, ‘রুমেলের সঙ্গে গতকাল দুপুর ১২টার দিকে কথা বলি। সে মানসিকভাবে অনেক চিন্তিত ছিল। বগুড়া স্টেডিয়াম ফিরিয়ে আনতে সে অনশন করেছিল। কিন্তু তাকে সেভাবে কেউ মূল্যায়ন করেনি। তবু সে বগুড়াবাসীর জন্য ঈদের পর আবারও বিমানবন্দরের জন্য অনশনে বসতে চেয়েছিল। কিন্তু তার আগেই কীভাবে যে কী হয়ে গেল।’

শহরের নাটাইপাড়ায় মায়ের সঙ্গে থাকতেন রুমেল। তার বাকি তিন ভাই চাকরির কারণে বগুড়ার বাইরে থাকেন। রুমেল তার চ্যানেল বগুড়া নামে ফেসবুক আইডিতে গতকাল রাত ১১টা ৪২ মিনিটে লেখেন, ‘জীবনের প্রথম স্মৃতি এবং জীবনের শেষ স্মৃতি প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ।’

গত মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে তার একই আইডিতে লেখেন, ‘বগুড়ার বিমানবন্দর চালু করার দাবিতে সিসি ক্যামেরার সামনে আমরণ অনশন করার প্রস্তুতি নিচ্ছি। ঈদ পার হলেই শুরু হবে আন্দোলন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা